রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুস্তাফিজের অভাব টের পাচ্ছে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুস্তাফিজুর রহমানের অভাব যে বোধ করবেন তা স্বীকারই করে নিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে মুস্তাফিজের অভাব বাংলাদেশ যে সত্যিই এভাবে টের পাবে, তা হয়তো কল্পনাও করেননি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিং আক্রমণকে রীতিমতো নখদন্তহীন বলেই মনে হচ্ছে।

প্রথম আট ওভারের মধ্যে আফগানিস্তানের দুটি উইকেট তুলে নেওয়ার পর আর কোনো সাফল্যই পাচ্ছেন না বাংলাদেশের বোলাররা। এখন পর্যন্ত ৩৫ ওভারের খেলা হয়ে গেলেও বাংলাদেশ ভাঙতে পারেনি আফগানিস্তানের তৃতীয় উইকেটের জুটি। ১২৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জয়ের পথেই এগিয়ে যাচ্ছেন রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহিদি।

দুই ডানহাতি পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেনকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করছেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা। এখন পর্যন্ত ৫ ওভার বল করে তাসকিন দিয়েছেন ৪০ রান। রুবেলের পাঁচ ওভার থেকে এসেছে ৩০ রান। আফগান ব্যাটসম্যানরা কিছুটা হিসাব করেই খেলেছেন অধিনায়ক মাশরাফির বল। ৮ ওভার বল করে মাশরাফি দিয়েছেন ২৯ রান।

পেসারদের তুলনায় কিছুটা সফল স্পিনাররা। সাকিবের ৭ ওভার থেকে আফগান ব্যাটসম্যানরা নিতে পেরেছেন মাত্র ২১ রান। ৭ ওভার বল করে তাইজুল ইসলাম দিয়েছেন ২৫ রান। কিন্তু জয়ের জন্য অতি প্রয়োজনীয় উইকেটের দেখা পাচ্ছেন না কোনো বোলারই।

এখানেই বারবার মনে পড়ছে মুস্তাফিজের কথা। তাঁর ১০টি ওভারই হয়তো গড়ে দিতে পারত ব্যবধান। অধিনায়ক মাশরাফি ম্যাচের মোড় ঘুরানোর জন্য বল তুলে দিতে পারতেন ফিজের হাতে। তরুণ এই বাঁ-হাতি পেসারও হয়তো হাসি ফোটাতে পারতেন অধিনায়ক ও সমর্থকদের মুখে। ঠিক যেমনটা তিনি গত বছর করেছিলেন ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএলে।

আপাতত মুস্তাফিজের এই অভাব নিয়ে হাহুতাশ করা ছাড়া আর কিছুই করার নেই বাংলাদেশের সমর্থকদের। কাঁধে অস্ত্রোপচারের পর বেশ কিছু দিনই মাঠের বাইরে থাকতে হচ্ছে ফিজকে। আফগানিস্তানের বিপক্ষে তো বটেই, মুস্তাফিজকে দেখা যাবে না ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও। এ বছরের শেষে নিউজিল্যান্ড সফরের সময় হয়তো দলে ফিরতে পারেন বাঁ-হাতি এই পেসার।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির