‘মুস্তাফিজের কারণেই বাংলাদেশের মানুষ হায়দরাবাদের ভক্ত’

একটা সময় আইপিএল বলতে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কেবল কলকাতা নাইট রাইডার্সের কথাই জানত। ক্রিকেটের পাড় ভক্ত হলে আলাদা কথা। তবে সময়ের সঙ্গে দৃশ্যটা বদলেছে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা এখন আইপিএলের বিভিন্ন দল সমর্থন করে। শতকরা হিসাবে বাংলাদেশে এখনো কলকাতার ভক্ত সমর্থক অনেক বেশি। এপার বাংলার সঙ্গে ওপার বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্য এর অন্যতম একটি কারণ। বাংলাদেশে এখন আনুপাতিক হারে সানরাইজার্স হায়দরাবাদের সমর্থকও বেড়েছে। বলাই বাহুল্য হায়দরাবাদের হয়ে গত বছর আইপিএল মাতিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিষয়টা স্বীকার করলেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সদস্য সাকিব আল হাসানও। সম্প্রতি ভারতে এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘একটা সময় বাংলাদেশে হায়দরাবাদের খেলা খুব বেশি মানুষ দেখত না। এখন মুস্তাফিজ খেলে বলে মানুষ হায়দরাবাদের খেলা দেখে।’
কলকাতাকে নিজের সেকেন্ড হোম বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান। এ ছাড়া কলকাতায় খেলাটা বেশ উপভোগ করেন বলেও তিনি জানিয়েছেন। সাকিব বলেন, ‘কলকাতা আমার দ্বিতীয় বাড়ির মতো। ছয়-সাত বছর ধরে এখানে খেলছি। এখানকার ভাষা, সংস্কৃতি, আবহাওয়া প্রায় বাংলাদেশের মতোই। আমার জন্য এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আর আমার বাড়িটাও এখান থেকে খুব একটা দূরে নয়। মাত্র চার-পাঁচ ঘণ্টায় আমার বাড়িতে পৌঁছানো সম্ভব। সকালের ফ্লাইটে গিয়ে আবার বিকেলে ফিরে আসা যায়।
কলকাতা দলের মালিক শাহরুখ খান সম্পর্কে বলতে গিয়ে সাকিব বলেন, ‘তাঁর সঙ্গে কথা বলাটা দারুণ অভিজ্ঞতা। উনি ক্রিকেটের ব্যাপারে খুবই প্যাশনেট। তাঁর সঙ্গে পারিবারিক অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। কীভাবে স্ত্রীকে আরো বেশি সুখে রাখা যায় সেটা উনি বলেন। আর তাঁর পরামর্শগুলোও দারুণ আর মজার। এসব কারণেই তো সবাই তাঁকে এত পছন্দ করেন।’
এই মুহূর্তে তিন ফরমেটেই বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশি এই সুপারস্টার। তবে নিজেকে সুপারস্টার মনে করতে দারুণ আপত্তি সাকিবের। সাকিব বলেন, ‘আমি কখনই নিজেকে তেমন কিছু মনে করি না। এখন পর্যন্ত ভালো করছি, যেটা দলের কাজে লাগছে। এটাই সবচেয়ে ভালোলাগার। এর বাইরে কিছুই নয়।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন