মুস্তাফিজের বদলি শুভাশীষ কতটা সফল?
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ৩ জন ক্রিকেটারের অভিষেক ঘটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড! কোচের পরামর্শে নিউজিল্যান্ডের মত কঠিন দলের বিপক্ষে এই সাহসী সিদ্ধান্ত নেয় বিসিবি।
বিসিবির এমন সাহসী সিদ্ধান্ত কতটা কাজে দিযেছে তা দেখেছে বিশ্ববাসী। কিউদের বিপক্ষে সমতার ম্যাচে একমাত্র উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ছাড়া সবাই ছিলেন ব্যর্থ। সোহানই একমাত্র ৩১ বলে ২৪ রানে ইনিংস খেলেছেন। বাকি লেগ স্পিনার অলরাউন্ডার তানভীর হায়দার ৫ বলে নিয়েছেন ২ রান। পাননি কোন উইকেট। অপর দিকে মুস্তাফিজের বিপরীতে দলে অভিষেক হওয়া শুভাশীষ রায় বল হাতে এই উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন অক্ষম। তবে তার ব্যাটিংয়ের কথা না বলাই ভালো। কারণ তিনি মূলত পেসার।
প্রসঙ্গত, বোলারদের খামখেয়ালিপনা, আর ফিল্ডারদের অলসতার কারণে প্রথম ম্যাচের ন্যায় সিরিজের দ্বিতীয় ম্যাচেও লজ্জাজনকভাবে হারে বাংলাদেশ। প্রথম ম্যাচে যদিও অধিনায়ক খেলোয়াড়দের আলসতাকে দায়ী করলেও দ্বিতীয় ম্যাচে ছিলেন একেবারে চুপ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন