মুস্তাফিজ-তাসকিনের অভাববোধ করছেন বিসিবি সভাপতি
ইংল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজ হতে পারতেন বাংলাদেশের তুরুপের তাস। হয়তো বোলিংয়ে দাপট দেখিয়ে ইংলিশের মাটিতে নামিয়ে আনতেন বাঁহাতি এ পেসার। কিন্তু ইনজুরিতে থাকায় সেই সুযোগ পাচ্ছেন না মুস্তাফিজ। কাটারমাস্টার না থাকায় কিছুটা শঙ্কিত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
শুক্রবার গুলশানে তিনি বলেন, ‘ওদের বিপক্ষে মুস্তাফিজকে আমরা পাচ্ছি না। মুস্তাফিজ বোলিং আমাদের স্ট্রেন্থ। তাসকিনের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিক থেকে আমরা পিছিয়ে আছি।’
তিনি বলেন, ‘ইংল্যান্ড খেলার মধ্যে আছে এবং তারা ভালো খেলছে। আমরা পুরোপুরি খেলার বাইরে। দীর্ঘদিন ধরে একদিনের ম্যাচ ও টেস্ট খেলছি না। হঠ্যাৎ করে বিশ্রাম নিয়ে, অনুশীলন করে এ ধরণের গুরুত্বপূর্ণ সিরিজ খেলা আমাদের জন্যে ‘মাইনাস পয়েন্ট’। ম্যাচে ফর্ম পেতেও তো সময় লাগে।’
তবুও আশাবাদী নাজমুল হাসান পাপন। তিনি বলেন, দারুণ ও জমজমাট একটি সিরিজ উপহার দিবে বাংলাদেশ। ‘বাংলাদেশের মাটিতে ষোলো কোটি মানুষের সাপোর্ট আছে। আমাদের সেরা একাদশ না খেললেও আমাদের বিপক্ষে এখানে খেলা এতটা সহজ হবে না। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহর মত অভিজ্ঞ ক্রিকেটার আছে। নতুনদের মধ্যে সৌম্য, সাব্বিরও আছে। ঘরের মাঠে ওরা বেশ আত্মবিশ্বাসী দল। ইংল্যান্ডের বিপক্ষে এখানে ভালো ফাইট দিতে পারবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন