মূল্যস্ফীতি ৫ শতাংশ না হলে বেতন বাড়বে না
প্রতিবছর সরকারি কর্মচারিদের বেতন বাড়বে এমন মনে করা ঠিক নয়। মূল্যস্ফীতি ৫ শতাংশ না হলে কোনো বেতন বাড়বে না। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সচিবালয়ে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি ৫ শতাংশের বেশি হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইনক্রিমেন্ট দেয়ার বিষয়টি বিবেচিত হবে। এটি আগে থেকেই ঠিক করা আছে। কাজেই প্রতিবছর বছর বেতন বাড়বে সে চিন্তা করা ভুল।
আবদুল মুহিত বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়াতে স্থায়ী পে-কমিশন গঠনের কোনো দরকার নেই। প্রতিবছর যে ইনক্রিমেন্ট দেয়া হবে তা ঠিক করতে স্থায়ী একটি সেল গঠন করা হবে। বেতন কিভাবে বাড়ানো যায় সেল-ই ঠিক করবে।
তিনি বলেন, এ মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আসছে ৯০ দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। সেই অনুসারে ২০১৭ সালে বা তার পরবর্তী বছরগুলোয় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কতো শতাংশ বেতন বাড়ানো হবে সে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে গেলো ২০১৫ সালের ৮ জুলাই সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারিদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করে সরকার, যাতে গ্রেড ভেদে ৯১ থেকে ১০১ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন