‘মৃত্যুপুরী’র জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন শুভ

‘মৃত্যুপুরী’ ছবির শুটিং শেষ করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নায়ক আরিফিন শুভ। আজ বুধবার তিনি ব্যক্তিগত কাজে কলকাতায় গেছেন। কলকাতা থেকেই আগামী ২৯ অক্টোবর অস্ট্রেলিয়াগামী বিমানে উঠবেন শুভ। জায়েদ রেজওয়ান পরিচালিত এই ছবিতে শুভর বিপরীতে অভিনয় করছেন প্রসুন আজাদ।
ঢাকা ছাড়ার আগে শুভ বলেন, ‘কলকাতায় আমি তিনদিন থাকব। আগামী ২৯ তারিখ অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হব। ছবির কাজ শেষ করে আগামী ১৫ নভেম্বর ঢাকায় ফিরব।’
‘মৃত্যুপুরী’ ছবির কাজ নিয়ে শুভ বলেন, ‘এরই মধ্যে ছবির শুটিং সিংহভাগ শেষ করেছি। কিছু কাজ বাকি, সেগুলো এখন শেষ করব। পাশাপাশি ছবির ডাবিং শেষ করব। ছবির গল্পে অনেক টান টান উত্তেজনা আছে। দর্শক ছবিটি উপভোগ করবেন।’
গতকাল মঙ্গলবার রাতে শুভ শেষ করেছেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ ছবির প্রথম পর্যায়ের শুটিং। এ বিষয়ে তিনি বলেন, ‘গল্পনির্ভর একটি ছবিতে কাজ করার সুযোগ পেলাম। এখানে নিজেকে নায়ক মনে হয়নি। শুধুই একটা চরিত্র মনে হয়েছে। নায়কের ভাব নিযে ঘুরে বেড়ানো অনেক সহজ, কিন্তু একটি চরিত্রকে নায়ক করে তোলা অনেক কঠিন। তবে আমি এই কঠিন কাজগুলোর সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’
গত মাসে মুক্তি পেয়েছে শুভ-জলির ‘নিয়তি’। এখন শুভ জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে অভিনয় করছেন। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। ‘ভাল থেকো’ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করছেন তানহা তাসনিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন