মৃত্যুর ৩০০ বছর পরে চোখ মেললো কিশোরী! [ভিডিও]
তিনশ’ বছর আগে মেয়েটি নিহত হয় তার বাবার হাতে। তারপরে তার দেহটিকে সংরক্ষণ করা হয় মেক্সিকোর গুয়াদালাহারা ক্যাথিড্রালে।
ইনেসেন্সিয়া নামের সেই ৩০০ বছর আগেকার কিশোরীটি সেন্টহুড-প্রাপ্ত। সেন্ট ইনোসেন্সিয়া নামেই তাকে মানুষ চেনে, তার দেহ দেখতে প্রত্যেক বছর বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন গুয়াদালাহারা ক্যাথিড্রালে।
সম্প্রতি এক আশ্চর্য ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এসেছে এই গির্জা এবং সেন্ট ইনোসেন্সিয়ার মরদেহ।
এক পর্যটক সেখানে ভিডিও করছিলেন। মোম দ্বারা সংরক্ষিত ইনোসেন্সিয়ার দেহকে যখন শ্যুট করছিলেন তিনি, তখন হঠাৎই মৃতদেহটি চোখ মেলে।
সেই আশ্চর্য দৃশ্য ভিডিও-বন্দিও হয়ে যায়। ভিডিওটি ইউটিউবে পোস্ট হলে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে পড়ে।
’প্যারানর্মাল’ কাণ্ড হিসেবে দ্রুত পরিচিতি পায় এ ঘটনা। কিন্তু, সত্যিই কি সেন্ট ইনোসেন্সিয়া তিনশ’ বছর পরে চোখ খুলে তাকিয়েছেন?
ঘটনার যুক্তিসম্মত ব্যাখ্যা দিতে এগিয়ে এসেছেন অনেকেই। বেশিরভাগ মানুষেরই প্রশ্ন, ভিডিও তোলাকালীনই কেন ইনোসেন্সিয়া চোখ মেললেন?
আগে তো কখনও মেলেননি! পাশাপাশি প্যারানর্মালবাদীদের বক্তব্য, শয়তান কী দেহটির দখল নিয়েছে?
তবে অনেকেই বলছেন, খুব কমদামি ক্যামেরায় তোলা এই ভিডিও বেশ নিম্নমানের। এতে আলোর অভাবও রয়েছে। চোখ মেলার দৃশ্যটি ক্যামেরার দোষে ঘটে যাওয়া দুর্ঘটনা হওয়াই স্বাভাবিক।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন