মেডিকেলে ভর্তির প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ
প্রতি বছর মেডিকেলে ভর্তি পরীক্ষার আগের রাতেই প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। ভর্তিচ্ছুরা শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ পড়া লেখা না করে প্রশ্ন পেয়ে টিকে যাচ্ছে। আবার কেউ কেউ প্রচুর পড়ালেখা করেও টিকতে পারছে না।
লাখ লাখ টাকার লেনদেন হচ্ছে পরীক্ষার আগের রাতে। তবে চলতি বছর মেডিকেলে প্রশ্নফাঁস বন্ধে বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। যেসব ব্যবস্থা নেয়া হযেছে:
১. মোট এমসিকিউ হবে ১০০টি। ১০০টি প্রশ্ন করবেন ৫০ জন শিক্ষক। প্রতিজন শিক্ষক ২ টি করে প্রশ্ন করবেন। শিক্ষকদেরকে নির্দিষ্ট অধ্যায় ভাগ দেওয়া হবে। বলা হবে আপনি এই অধ্যায় থেকে প্রশ্ন করবেন। কোন কোন শিক্ষক প্রশ্ন করবেন তা কেউ জানেনা এখনও। শিক্ষকদের রাতে কনফার্ম করা হবে। তাদের সকাল ৮টার মধ্যে ২টি করে প্রশ্ন দিতে হবে।
২. এ বছর বিজি প্রেস প্রশ্ন ছাপাবে না। প্রতিটি কেন্দ্রে প্রশ্ন সেন্ড করা হবে সকাল ৯.৩০ মিনিটে। প্রতিটি কেন্দ্রে একটি করে মেশিন থাকবে। ওই মেশিনে প্রশ্ন সেন্ড করার পর প্রতি মিনিটে ২০০০ কপি প্রশ্ন ছাপানো হবে। সুতরাং এবছর রাতে প্রশ্ন সেন্ড হচ্ছে না। মানে তাৎক্ষণিক প্রশ্নে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। আর এতে সহযোগিতা করবে বুয়েটে আইটি/সিএসসি বিভাগ।
৩. প্রতিটি মেডিকেল কলেজের শিক্ষককে নজরধারীতে রাখা হবে।
৪. রেজাল্ট তৈরি হবে টেলিটক সফটওয়্যারের মাধ্যমে।
গতবছর উরুগুয়েতে প্রশ্ন ফাঁসের পর এই ব্যবস্থা নেয়া হয়েছিল। এবার আমাদের সরকারও এই ব্যবস্থা নিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের “বি” ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তিবিস্তারিত পড়ুন

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন