মেডিকেলে ভর্তি পরীক্ষা আজ

২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার।
সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর এমবিবিএসের জন্য সরকারি কলেজে আসনসংখ্যা তিন হাজার ২১২। আর বেসরকারি কলেজে আসনসংখ্যা ছয় হাজার ২০৫। পরীক্ষার্থীর সংখ্যা ৯০ হাজার ৪২৬ জন। ঢাকাসহ সারা দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজ কেন্দ্রের ৩৭টি স্থানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার কেন্দ্র তদারকির জন্য ১৪৩ সদস্যের সমন্বয়ে পৃথক তিনটি তদারকি দল গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৮টি মেডিকেল ও ডেন্টাল কলেজের ৩৭টি ভর্তি পরীক্ষার কেন্দ্র তদারকির দায়িত্বে থাকবেন তাঁরা।
ফেসবুকসহ যেকোনো মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব রটনাকারীকে চিহ্নিত করতে সহায়তা করতে তাৎক্ষণিকভাবে টেলিফোনে ৯৮৫৫৯৩৩ নম্বরে এবং মুঠোফোনে ০১৭৫৯-১১৪৪৮৮ নম্বরে যোগাযোগ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
আজকের এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ স্বচ্ছতা ও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে।
মেডিকেলে ভর্তি পরীক্ষা স্বচ্ছ হবে বলে আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, ‘মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে গত বছর যে গুজব উঠেছিল আশা করছি, এ বছর সেই রকম কিছু হবে না। কঠিন নিরাপত্তা ও স্বচ্ছতার মধ্য দিয়ে এ বছর মেডিকেলে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন