মেডিক্যাল ভর্তিচ্ছুরা জাতীয় প্রেসক্লাবে
মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা পুনরায় গ্রহণের দাবিতে জাতীয় প্রেসক্লাবে অবস্থান নিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দিয়ে তারা প্রেসক্লাবে অবস্থান নেন। বিকেল ৩টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন আন্দোলনকারীরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা হয়ে বিকেল পর্যন্ত শাহবাগে অবস্থান নেওয়ার কথা ছিল ভর্তিচ্ছুদের। পরে পুলিশ শাহবাগ যেতে না দেওয়ায় তারা প্রেসক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নেন।
বিকেলে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের সামনে প্রশ্ন ফাঁসের প্রমাণাদি তুলে ধরা হবে বলে জানিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীদের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ। গণমাধ্যমকে ওই প্রমাণাদি সরবরাহ করার আহ্বানও জানান তিনি।
এ সময় এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে একটা ব্যবস্থা গ্রহণ করুন।’
পুনরায় মেডিক্যালে ভর্তি পরীক্ষা না নেওয়া হলে ৫০০ মুক্তিযোদ্ধা নিয়ে রাজপথে শুয়ে থাকার হুমকি দেন তিনি।
গত ১৮ সেপ্টেম্বর মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে ভর্তিচ্ছুরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত শুক্রবার তাদের দাবি আদায়ের সর্বশেষ আলটিমেটাম ছিল। কিন্তু সরকার এ বিষয়ে কোনো সাড়া না দেওয়ায় শনিবার থেকে পুনরায় আন্দোলনে নামেন। এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন