মেরুদণ্ডের পরীক্ষায় ধরা পড়লো ব্রেইন ক্যান্সার!

মেরুদণ্ডে আঘাত পেয়েছেন ৮৫ বছরের বৃদ্ধ নাজির আহমেদ। অবস্থা জানতে মেরুদণ্ডের পরীক্ষা করান। কিন্তু রিপোর্ট হাতে পাওয়ার পর নাজির আহমেদ দু’চোখ এক করতে পারছেন না। কারণ, মেরুদণ্ড পরীক্ষার রিপোর্টে এসেছে ব্রেইন ক্যান্সার! ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানা এলাকার শেভরন ক্লিনিক ল্যাবরেটরি লিমিটেডে।
নাজির আহমেদ জানান, কিদুদিন আগে মেরুদণ্ডের হাড়ে আঘাত পান তিনি। এরপর ৩১ আগস্ট চট্টগ্রাম মেডিকেল সেন্টার ক্লিনিকে ভর্তি হন। সেখানকার চিকিৎসক নাজির আহমেদকে পরামর্শ দেন এমআরআই পরীক্ষা করার জন্য।
ওই ক্লিনিকে এমআরআই পরীক্ষার ব্যবস্থা না থাকায় ২ সেপ্টেম্বর নগরীর পাঁচলাইশে শেভরন ক্লিনিক ল্যাবরেটরিতে যান নাজির আহমেদ। সেখানে তিনি মেরুদণ্ডের নিচের অংশ (এমআরআই অব লাম্বো সেকলার স্পাইন) পরীক্ষা করান। তার ইনভয়েস নাম্বার ১৯৫৯১৪৩ আর আইডি জি-৮৭। একদিন পর ৩ সেপ্টেম্বর পরীক্ষার রিপোর্ট দেয়া হয় তাকে।
শেভরনের দেয়া রিপোর্টের উপরিভাগে হেডলাইনে ‘এমআরআই অব লাম্বো সেকলার স্পাইন’ ঠিকই লিখা আছে। কিন্তু এর দুই কলাম নিচে ফাইন্ডিংসে লিখা হয়- ‘ব্রেইন ক্যান্সার’। এমনকি ‘ইমপ্রিশনে’ও লেখা আছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি।
নগরের চান্দগাঁও এলাকার বাসিন্দা নাজির আহমেদের ছেলে সৈয়দুল কাউসার বলেন, এমন রিপোর্ট পাওয়ার পর আমরা তো হতভম্ব। পরীক্ষা করালো মেরুদণ্ডের আর রিপোর্ট দিলো ব্রেইনের। তাও আবার ক্যান্সার হয়েছে বলে। পরে মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়, রিপোর্টটি ভুল।
রিপোর্টটি নিয়ে শেভরন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা প্রিন্ট করার সময় অন্যের রিপোর্ট ভুলে দেয়া হয়েছে বলে দাবি করেন। পরে রিপোর্টটি সংশোধন করে দেয়া হয়।
এই ব্যাপারে জানতে চাইলে শেভরন ডায়গনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার পুলক পারিয়াল বলেন, ‘এটি প্রিন্টিং মিসটেক। অন্য একজনের ব্রেইন পরীক্ষার রিপোর্টটি প্রিন্টিং করার সময় ভুলে নাজির আহমেদের পরীক্ষার রিপোর্টে চলে গেছে। জানার পর আমরা ঠিক করে দিয়েছি।’
এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ভুল রিপোর্টের বিষয়ে অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন