মেসির অবসরকে সায় দিলেন তেভেজ?
কোপা আমেরিকার ফাইনালের পর আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসর ঘোষণা দেন লিওনেল মেসি। এরপর বিশ্ব ফুটবলে একটাই রব, ‘ফিরো এসো মেসি।’ দিয়েগো ম্যারাডোনা, পেলে, রোনালদোদের মতো কিংবদন্তীরা চাইছেন, অভিমান ভেঙে আবার জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন মেসি।
ঠিক তখনই মেসির অবসরকে সায় দিলেন কার্লোস তেভেজ? অনেকটা ক্ষোভ থেকেই হয়তো এমনটা করলেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা স্ট্রাইকার। নইলে কি আর আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে ‘একটি জগাখিচুড়ি’ বলে আখ্যা দেন তিনি!
আর্জেন্টিনার হয়ে ৭৬ ম্যাচ খেলা তেভেজ এএফএ-এর সমালোচনায় বলেন, ‘এই অ্যাসোসিয়েশনটা আসলেই একটি বিশৃঙ্খলার জায়গা। সমালোচনা আকড়া বসে এখানে। লিও দেখেছে যে খেলোয়াড় এই জার্সির জন্য নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছে। অথচ এএফএ তাদের অবহেলা করছে। আমাদের নিজেদের অবস্থান ধরে রাখতে হবে। সে (মেসি) ‘ক্লান্ত’। তাই এটা হওয়াই স্বাভাবিক। আমি জাতীয় দলের হয়ে বেশ কয়েকবার এভাবে ‘ক্লান্ত’ হয়ে পড়েছিলাম।’
তবে মেসি জাতীয় দলে ফিরবেন বলে আশাবাদী তেভেজ। বলেন, ‘তাকে সময় দিতে হবে। এটা পরিষ্কার যে তাকে আমাদের খুব দরকার। কিছু ম্যাচের পরে এএফএ সবকিছু ঠিক করে নেবে। সম্ভাবত জাতীয় দলে ফিরবে মেসি। আমরা তার জন্য অপেক্ষায় আছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন