মেসির প্রতি নেইমারের কৃতজ্ঞতা প্রকাশ

বার্সেলোনায় নিজেকে মানিয়ে নেওয়া শুরুতে কষ্টকর ছিল নেইমারের। তবে ক্লাবটিতে সফলভাবে খাপ খাইয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মেসি। তাই মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ব্রাজিলীয় সুপার স্টার নেইমার।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ফুটবল বিষয়ক ক্রীড়া সাইট গোলডটকমে এ খবর জানানো হয়।
মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নেইমার বলেন, ‘মেসির সঙ্গে আমার চমৎকার কিছু ঘটনা রয়েছে। এখানে আসার পর সময়টা আমার জন্য মোটেও ভালো ছিল না। তবে মেসিই একমাত্র ব্যক্তি যিনি আমাকে ভালো করার জন্য সাহায্য করেছেন।সে আমাকে এখানে বিমর্ষ দেখেছিল। যা আমার ভালো করার পথে অন্তরায় ছিল। সে আমাকে নিজের মতো খেলে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন।’
নেইমার মেসি প্রসঙ্গে আরও বলেন, ‘সে এমন একজন ব্যক্তি আমি যার প্রশংসা না করে পারি না। আমি মনে করি আমাদের মাঝে সম্পর্কটা যত্ন, সম্মান, বন্ধুত্ব এবং সুখের। আমরা সবাইকে নিয়ে এখানে আনন্দে থাকতে চাই। আমাদের মাঝে অসাধারণ একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন