মেসির বিয়েতে উপহার মাত্র ৯ হাজার ৫৬২ ইউরো!

গত ৩০ জুন হয়েছিল ‘শতাব্দীর সেরা বিয়ে’। পাত্র লিওনেল মেসি, পাত্রী আন্তোনেয়া রোকুজ্জো। রোসারিওতে জমকালো ওই বিয়েতে বসেছিল ফুটবল তারকাদের মেলা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর্জেন্টিনার বিমান ধরেছিলেন ফুটবলের বড় বড় তারকা। আর এ বিয়েতে একটি ব্যতিক্রমী বিষয় ছিল- মেসি অতিথিদের কাছে কেনা উপহারের বদলে নগদ অর্থ চেয়েছিলেন, যেটা চলে যাওয়ার কথা শিশুদের জন্য গড়া তার চ্যারিটি প্রতিষ্ঠান ‘দ্য লিও মেসি ফাউন্ডেশন’এ। কিন্তু তহবিলে যে পরিমাণ ইউরো জমা হয়েছে সেটা ধাক্কা খাওয়ার মতো।
‘অন্য গ্রহের’ ফুটবলারের বিয়েতে হাজির হয়েছিলেন বন্ধু ও পরিবারের ২৫০ জনেরও বেশি সদস্য। তাদের সবাই তারকা ফুটবলার, সেলিব্রেটি ও লাখপতি। মেসির দাতব্য প্রতিষ্ঠান ফুলে ফেঁপে উঠার কথা। ভক্তদের ধারণা তেমনটাই। কিন্তু মার্কা দিয়েছে অপ্রত্যাশিত খবর। সব মিলিয়ে মেসি তার বিয়েতে পেয়েছেন মাত্র ৯ হাজার ৫৬২ ইউরো! ২৬০ জন অতিথির উপহার ১০ হাজার ইউরোও ছাড়ায়নি।
অথচ শোনা গেছে তার বন্ধু ও সতীর্থ জেরার্দ পিকে বিয়ের রাতে ক্যাসিনোতে ১১ হাজার ইউরো খরচ করেছেন।
এ খবর ফাঁস হওয়ার পর বিতর্কিত আর্জেন্টাইন টিভি উপস্থাপক আলেহান্দ্রো ফ্যান্তিনো তার ‘ফ্যান্তিনো ৯১০’ অনুষ্ঠানে বলেছেন, ধনীরা একেবারে ‘হীনচেতা’। তিনি বলেছেন, ‘বাচ্চাদের জন্য তারা আরও একটু বেশি দিতে পারত।’ মার্কা
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন