মেসি-রোনালদোর শীর্ষস্থানের লড়াই
স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা অনেক দিন ধরেই দখল করে আছে রিয়াল মাদ্রিদ। হুটহাট হোঁচট খেয়ে টেবিলের তিন নম্বরেও নেমে গিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবে গতকাল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসেছিল বার্সা। আর এই শীর্ষে উঠে বসা নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাথে একটা ‘লড়ায়’ই হয়ে গেল। দেপোর্তিভো আলাভেসকে ৬-০ গোলে উড়িয়ে অনেকদিন পর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসেছিল বার্সেলোনা। তবে কয়েক ঘণ্টা পরই ওসাসুনাকে ৩-১ ব্যবধানে হারিয়ে আবার শীর্ষস্থানে ফিরেছে রিয়াল মাদ্রিদ।
৪৯ পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট টেবিলে সবার উপরে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচ খেলে দুই নম্বরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৮। তবে রিয়াল মাদ্রিদ অবশ্য বার্সেলোনার চেয়ে দুই ম্যাচ কম খেলেছে।
গতকাল আলাভেসের মাঠে গোল উৎসব করলেও প্রথম আধা ঘণ্টায় গোল পায়নি বার্সেলোনা। ম্যাচের ৩৭ মিনিটে গিয়ে গোলমুখ খোলেন লুইস সুয়ারেজ। সেই শুরু, এরপর ঘনঘনই উল্লাস করেছেন মেসি-নেইমার-সুয়ারেজরা। সুয়ারেজ ৬৭ মিনিটে আরও একটি গোল করেছেন। বার্সার বাকি চার গোল করেছেন নেইমার ৪০ মিনিটে, লিওনেল মেসি ৫৯ মিনিটে, ইভান রাকিতিচ ৬৫ মিনিটে। ৬৩ মিনিটে অপর গোলটি আত্মঘাতি।
এদিকে, কয়েক ঘন্টা পর মাঠে নেমে বড় বিপদেই পড়েছিল রিয়াল মাদ্রিদ। ওসাসুনার মাঠে ৬২ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতা ছিল। পরের ইসকো ও লুকাজ ভাসকুয়েজের গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত হয়েলে রিয়ালের। রিয়ালের প্রথম গোলটি ক্রিশ্চিয়ানো রোনালদোর।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন