মেসি-সুয়ারেজের ছেলেদের অনুশীলন শুরু
ফুটবলের প্রতি ছেলে থিয়াগো মেসির তেমন আগ্রহ নেই বলে গনমাধ্যমকে কিছুদিন আগে জানিয়েছিলেন লিওনেল মেসি। তবে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে ছেলেকে বার্সেলোনার বেবি টিমে (লা ম্যাসিয়া) ভর্তি করান আর্জেন্টাইন অধিনায়ক। এবার লুইস সুয়ারেজ ও পিকের ছেলের সঙ্গে সেই বেবি টিমে অনুশীলন শুরু করেছেন থিয়াগো।
লা ম্যাসিয়া একাডেমিতে অনুশীলনের মধ্য দিয়ে বাবাদের পদচিহ্ন অনুসরন করতে শুরু করছেন মেসি-সুয়ারেজ ও পিকের ছেলেরা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেই প্রক্রিয়া শুরু করেছে বার্সা। অনুশীলন সেশনের সময় বাচ্চাদের ছবি তোলা নিয়ে কঠোর নিষেধাজ্ঞা জুড়ে দিয়েছে বার্সা বেবি টিম কর্তৃপক্ষ।
তবে বেবিদের নিয়ে কাজ করা বার্সার লা ম্যাসিয়া একাডেমি জানিয়েছে গনমাধ্যমের সামনে কথা বলা কিংবা ফুটবল প্রদর্শনী দেখাতে পারবে সেখানে প্রশিক্ষণরত বেবি ফুটবলাররা। চার বছরের কম বয়সি শিশুদের লা ম্যাসিয়ার বেবি টিমে ভর্তি করানো হয়। মেসি, সুয়ারেজ এবং পিকের ছেলের সেই যোগ্যতা রয়েছে। নিজেদের সন্তানদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে লা ম্যাসিয়ার সঙ্গে চুক্তি করতে দ্বিধা করেননি তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন