মেহেরপুরে স্ত্রী নির্যাতন মামলায় স্বামীর ২ বছর জেল
মেহেরপুরে স্ত্রী নির্যাতন মামলায় জহুরুল ইসলাম নামের একজনকে ২ বছর জেল দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো পাঁচ মাসের জেল দেওয়া হয়েছে।
আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল হাসান এ আদেশ দেন। দণ্ডিত জহুরুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, আসামি জুহুরুল ইসলাম ২০০৯ সালের ৪ জুন মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের আমিরুল ইসলামের মেয়ে কামরুন্নাহারকে বিয়ে করেন। বিয়ের সময় কামরুন্নাহারের পিতা জামাতা জহুরুল ইসলামকে আড়াই লাখ টাকা যৌতুক দেন। এর পরে আরো পঁচাত্তর হাজার টাকা দাবি করেন তার শ্বশুরের কাছে।
তার দাবি মেটাতে না পারলে জহুরুল ইসলাম স্ত্রী কামরুন্নাহারকে প্রায়ই নির্যাতন করত। এ ঘটনায় কামরুন্নাহার ২০১৩ সালের ২৮ মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী জুহুরুল ইসলামকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে
অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলায় পাঁচজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেন পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে ছিলেন একে এম আসাদুজ্জামান আইনজীবী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন