মেয়েকে উত্ত্যক্তের জের ধরে বাবাকে কুপিয়ে হত্যা!
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে শত্রুতার জের ধরে নূহু মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় নারীসহ তিনজন আহত হন।
গতকাল শনিবার সন্ধ্যার দিকে নূহুকে কুপিয়ে আহত করা হয়। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে একই গ্রামের মিনা ও আনারের নেতৃত্বে ছয়জন শত্রুতার জের ধরে নূহু মণ্ডলকে কুপিয়ে আহত করে। এ সময় নূহুকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর স্ত্রী উলফাতুন বেগম, মেয়ে শ্যামলী ও ছোট ভাই ফিরোজ আলী আহত হন।
আহত ফিরোজ আলী জানান, কোরবানির ঈদের দিন নূহু মণ্ডলের মেয়েকে উত্ত্যক্ত করেন রাসেল মিয়া নামের একজন। এ ঘটনায় মেয়ের বাবা ও স্বজনরা প্রতিবাদ করেন।
তারা ধারালো অস্ত্র দিয়ে চারজনকে আহত করেন। এ ঘটনায় নূহু মণ্ডলসহ ছয়জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় জামিন পেয়ে প্রতিপক্ষের ভয়ে পলাতক ছিলেন নূহু মণ্ডল ও তার পরিবারের সদস্যরা। কয়েক সপ্তাহ আগে গ্রামে ফিরে আসেন তাঁরা।
ফিরোজ আরো জানান, গতকাল সন্ধ্যায় নূহু মণ্ডল তাঁর জমিতে সেচ দেওয়ার জন্য বুড়িপোতা গ্রামের মহসিনের বাড়িতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে ওত পেতে থাকা রাসেল মিয়া, আনার, ইউনূছসহ বেশ কয়েকজন তাঁর ভাইয়ের ওপর হামলা চালান। এ সময় রড, হাতুড়ি, বাঁশসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করা হয় নূহু মণ্ডলকে। তাঁর চিৎকারে ছুটে আসেন ফিরোজসহ পরিবারের লোকজন। এ সময় ফিরোজ আলী, উলফাতুন বেগম ও শ্যামলীকেও জখম করে তারা। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা এ ঘটনায় জড়িত থাকা বেশ কয়েকজনের নাম প্রকাশ করেছে। তাদের আটকের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কলেজের পিয়ন আবার স্কুলের প্রধান শিক্ষকও তিনি
নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনৈতিক সুবিধা নিয়ে জোরপূর্বকবিস্তারিত পড়ুন
মেহেরপুরে ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুর গাংনী উপজেলার ধলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এনামুলবিস্তারিত পড়ুন
মেহেরপুরে ধানক্ষেতে মেছো বাঘের বাচ্চা
এখন তো বন বাঁদারেই বাঘের দেখা মেলা ভার। তার ওপরবিস্তারিত পড়ুন