সোমবার, মে ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ফের পিছিয়ে ট্রাম্প, ১০ জরিপেই প্রেসিডেন্ট হিলারি

ই-মেইল বিতর্কের ধাক্কা সামলে আবারও শক্ত অবস্থানে ফিরে এসেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। সর্বশেষ গত শুক্রবার প্রকাশিত ১০টি জরিপে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তিনি।

অন্যদিকে তাকে নিয়ে মার্কিন ভোটারদের সন্দেহের দোলাচল রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জনমত জরিপে কিছুটা এগিয়ে নিলেও তাতে ভাটার টান পড়েছে। ভোটের মাত্র তিনদিন আগে জাতীয় জরিপে অগ্রগামিতার পাশাপাশি দোদুল্যমান রাজ্যগুলোতেও অবস্থান ফিরে পেয়েছেন হিলারি।

এদিকে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন দুই প্রার্থীই। চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেষবেলায় মনস্থির করবেন, এমন ভোটারদের মনজয়ের। খবর ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস, ফক্স নিউজ ও বিবিসির।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পুরোদমে প্রচারে নামার শুরু থেকেই জাতীয়, আঞ্চলিক, জাতিগত, শিক্ষিত, নিবন্ধিত-অনিবন্ধিত সব শ্রেণি-পেশার ভোটারের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে ছিলেন হিলারি। তার যখন জয়জয়কার- ভোটের মাত্র ১০ দিন আগে ট্রাম্পের পক্ষে যেন ট্রাম্পকার্ড ছুড়ে দিলেন মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআইর প্রধান জেমস কোমি। তার নতুন করে ই-মেইল তদন্তের ঘোষণায় হিলারির প্রতি সন্দেহ জাগে ভোটারদের। জনসমর্থনে অনেক এগিয়ে থাকা হিলারির সঙ্গে ব্যবধান কমতে থাকে অজনপ্রিয় ট্রাম্পের।

গত সপ্তাহে ওয়াশিংটন পোস্টের এক জরিপে জানানো হয়, জনসমর্থনে হিলারিকে ১ পয়েন্টে ছাড়িয়ে গেছেন ট্রাম্প। ভোটের মাত্র তিন দিন আগে এসে শুক্রবার সেই ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের যৌথ জরিপে দেখা যায়, ফের ৪ পয়েন্টে এগিয়ে গেছেন হিলারি।

ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ জরিপ: ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ১৪১৯ ভোটারের মধ্যে ফোনে চালানো তাদের এ জরিপ অনুযায়ী, এ পর্যন্ত আগাম ভোট দিয়েছেন প্রতি ১০ জনে তিনজন। তাদের মধ্যে ৪৭ ভাগ ভোটার হিলারিকে সমর্থন করছেন। ট্রাম্পের পক্ষে রয়েছে ৪৩ শতাংশ জনমত।

নিউইয়র্ক টাইমস ও সিবিএস নিউজ: হোয়াইট হাউসে কে যাচ্ছেন- এমন এক জরিপে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়, ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনা এখনও ৮৫ ভাগ। নিউইয়র্ক টাইমস ও সিবিএস নিউজের যৌথ জরিপে জানানো হয়, হিলারি ট্রাম্পের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এ ক্ষেত্রে হিলারির সমর্থন ৪২, অন্যদিকে ট্রাম্পের সমর্থন ৩৯ শতাংশ।

রয়টার্স ও ইপসোস জরিপ: রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সর্বশেষ জরিপে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের চেয়ে ৫ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন হিলারি। এই মতামত জরিপে বলা হয়, ৪৪ শতাংশ সম্ভাব্য ভোটার হিলারির পক্ষে এবং ৩৯ শতাংশ ট্রাম্পের পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন।

ফক্স নিউজ: গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সম্ভাব্য ভোটারদের মধ্যে জাতীয়ভাবে জরিপ চালায় ফক্স নিউজ। তাদের চার প্রার্থীর জরিপে ট্রাম্পের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে রয়েছেন হিলারি। হিলারির সমর্থন ৪৫ শতাংশ, ট্রাম্পের ৪৩। এ ছাড়া গ্যারি জনসন ৫ শতাংশ ও জিল স্টেইন ২ শতাংশ সমর্থন পেয়েছেন। তবে দুই প্রার্থীর ক্ষেত্রে ৪৬ শতাংশ সমর্থন পেয়ে মাত্র ১ পয়েন্টে এগিয়ে রয়েছেন হিলারি।

অন্যান্য জরিপ: নির্বাচনী জরিপ সংস্থা ফাইভ-থার্টি-এইট জানায়, হিলারির জয়ের সম্ভাবনা ৬৪ শতাংশ। তবে হাফিংটন পোস্টের জরিপে এখনও হিলারির জয়ের সম্ভাবনা ৯৮ শতাংশ। এ ছাড়া প্রিন্সটন ইলেকশন কনসোর্টিয়াম (পিইসি), প্রেডিক্ট ওয়াইজ (পিডবি্লউ), কুক পলিটিক্যাল রিপোর্ট ইত্যাদি সংস্থার জরিপেও হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনার খবর দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ আজ রোববারবিস্তারিত পড়ুন

আল জাজিরার জেরুজালেম অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েলী পুলিশ

ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পর জেরুজালেম অফিসেবিস্তারিত পড়ুন

  • আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 
  • ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
  • সাংবাদিকদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের আহ্বান
  • ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে
  • থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
  • তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির লাশ দুপুরে দেশে আসছে
  • ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
  • ৬০ শতাংশ মানুষ মনে করে বাইডেনের গাজানীতি ভ্রান্ত
  • কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ থামাতে পুলিশের অভিযান
  • এমভি আবদুল্লাহ চট্টগ্রামের পথে 
  • যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় পুলিশসহ ৫ জন নিহত