মেয়েকে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা, মা আটক
জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করায় মায়ের বিরুদ্ধে মামলা করেছে এক কিশোরী। সম্প্রতি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এ ঘটনা ঘটে।
সোমবার বিবিসির এক খবরে বলা হয়, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে তার মা ও সৎবাবা বিয়ে দেয়ার চেষ্টা করে।
শাহরাস্তি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মিজানুর রহমান জানিয়েছেন, এ মাসের ১৯ তারিখে কক্সবাজার জেলার ৩৮ বছর বয়স্ক এক ব্যক্তির সঙ্গে মেয়েটির বিয়ে দেয়ার চেষ্টা করে তার মা এবং সৎবাবা।
মেয়েটি বিয়েতে রাজি না থাকায় তার মা-বাবা মেয়েটিকে যার সঙ্গে তারা বিয়ে ঠিক করেছিলেন তার সাথে বাড়ির একটি ঘরে আটকে রাখেন।
পুলিশ এই কর্মকর্তা বলছেন মেয়েটি পরে তাদের কাছে অভিযোগ করেছে ঐ ব্যক্তি সেসময় মেয়েটির ওপর পাশবিক নির্যাতন করে।
এরপর তাকে জোড় করে বিয়ে দেয়ার চেষ্টা করলে এলাকাবাসী থানায় খবর দেয়।
পরে পুলিশ সেখানে যেয়ে মেয়েটির মা, সৎবাবা এবং যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই ব্যক্তিকে থানায় নিয়ে আসে।
মেয়েটি সেখানে নারী ও শিশু নির্যাতন মামলায় ওই তিন জনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাদেরকে আটক করে।
ওসি জানান, মেয়েটির প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা শেষে তার খালার জিম্মায় রাখার আদেশ দিয়েছেন আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন