মেয়েরা শুধুই সন্তান জন্মের জন্য
লিঙ্গ সাম্যতা ইসলাম বিরোধী, মেয়েরা কখনই পুরুষদের সমকক্ষ হতে পারে না। শনিবার এই বিতর্কিত মন্তব্যই করলেন সুন্নি নেতা কান্থাপুরম এপি আবুবকর মুসলিয়র। তার কথায় ‘‘মেয়েরা শুধু সন্তানের জন্ম দেওয়ার জন্যই উপযুক্ত’। খবর –এপিবি।
অল ইন্ডিয়া সুন্নি জামিয়াথুল উলামার প্রধান মুসলিয়রের মতে, বিশ্বকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা মানসিক জোর কোনটাই মেয়েদের নেই। ‘একমাত্র পুরুষরাই এই জগতকে পরিচালনা করতে পারে। বাস্তবে লিঙ্গ সাম্যতা অসম্ভব। সাম্যতার অনায্য দাবি ইসলামের সঙ্গে সঙ্গে মানবতারও বিরোধী।’ বলেন, মুসলিয়র।
কোঝিকোড়ে মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের একটি ক্যাম্পে বক্তব্য রাখার সময় তিনি বলেন ‘মেয়েরা কখনই পুরুষদের সমকক্ষ হতে পারে না। একমাত্র সন্তানের জন্ম দেওয়ার জন্যই ওরা উপযুক্ত। জটিল পরিস্থিতি সামাল দেওয়ার কোনও ক্ষমতাই মেয়েদের নেই।’
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন