মেয়ের বিয়েতে ৯০টি গৃহহীন পরিবারকে নতুন বাড়ি দিলেন ব্যবসায়ী
নিজের মেয়ের বিয়ের ব্যয়সংকোচ করে ৯০টি গৃহহীন পরিবারের সদস্যের হাতে তিনি নতুন বাড়ির চাবি তুলে দেবেন বলে স্থির করেছেন।
ধনী ব্যবসায়ীর সন্তানের বিয়ে বলতেই লোকে বোঝে এক বিরাট জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান, বহু সংখ্যক লোকের খাওয়াদাওয়া, দামি গয়নার ঝলক, আর বিপুল খরচ। কিন্তু সন্তানের বিয়ে সম্পর্কে এই সমস্ত গতানুগতিক ধারণা থেকে দূরে সরে এসে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করছেন মহারাষ্ট্রের অউরঙ্গাবাদের ব্যবসায়ী মনোজ মুনত। নিজের মেয়ের বিয়ের ব্যয়সংকোচ করে ৯০টি গৃহহীন পরিবারের সদস্যের হাতে তিনি নতুন বাড়ির চাবি তুলে দেবেন বলে স্থির করেছেন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে মনোজ জানিয়েছেন, প্রশান্ত বাম্ব নামে এক তরুণ বিজেপি এমএলএ-র কথায় তিনি অনুপ্রাণিত হয়ে এই মানবিক পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রাথমিকভাবে তাঁর পরিকল্পনা ছিল মেয়ের বিয়েতে ৭০-৮০ লাখ টাকা খরচ করবেন। কিন্তু পরে পরিকল্পনা বদল করেন। স্থির করেন, বিয়ের খরচ বাঁচিয়ে সেই টাকায় গৃহহীন মানুষদের জন্য নতুন বাড়ির বন্দোবস্ত করবেন।
মনোজের মেয়ে শ্রেয়া বাবার এই সিদ্ধান্তে শুধু খুশি নন, গর্বিতও। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে শ্রেয়া বলেন, তিনি মনে করছেন, তাঁর বাবা যা করছেন, সেটাই তাঁর বিয়ের শ্রেষ্ঠ উপহার।
অন্যদিকে যে সমস্ত গৃহহীন পরিবার নতুন বাড়ির চাবি হাতে পাচ্ছেন, তাঁরাও আপ্লুত। এরকমই এক পরিবারের সদস্যা এক বৃদ্ধা সংবাদমাধ্যমকে বলেন, মাথা গোঁজার ঠাই পেয়ে তিনি অত্যন্ত খুশি। দু’হাত ভরে তিনি আশীর্বাদ করছেন মনোজকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন