মেয়ের সামনেই বাবাকে মেরে ফেলল হাঙর!
অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের উপকূলে মেয়ের সামনেই হাঙরের আক্রমণে নিহত হয়েছেন এক ডুবুরি বাবা।
শনিবার সকালে তাসমানিয়ার ট্রিয়াবুন্না টাউনের কাছের সাগর উপকূলে ঝিনুক সংগ্রহ করার সময় হাঙরের কবলে পড়েন তারা।
ঝিনুক সংগ্রহ করে নিজেদের নৌকায় ফিরে আসে মেয়ে, কিন্তু বাবা ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে বাবাকে খুঁজতে ফের পানিতে নামে সে।
পুলিশ জানিয়েছে, খুঁজতে গিয়ে দেখেন পানির নীচে তার বাবাকে ‘বেশ বড় একটি হাঙর’ কামড়ে ছিন্নভিন্ন করে দিচ্ছে।
‘তৎক্ষণাৎ সে পানির উপরে ভেসে উঠে একটি রঙের সংকেত ছুঁড়ে বিপদের কথা জানায়, জরুরি একটি ফোন কলও করে সে,’ বলেছেন তাসমানীয় পুলিশ পরিদর্শক ডেভিস উয়িস।
আশপাশে থাকা নাবিকরা ঘটনাস্থলে জড়ো হয়ে ওই ডুবুরিকে উদ্ধার করে আনেন। কিন্তু তার আঘাত মারাত্মক হওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
এর আগে শুক্রবার ওই এলাকায় ১৫ ফুট লম্বা একটি হাঙর দেখা গিয়েছিল বলে অস্টেলিয়ার নিউজ সাইট এবিসি-র এক প্রতিবেদনে জানানো হয়েছে।
অপর এক ডুবুরি ড্যানি স্মিথ জানিয়েছেন, তিনি হঠাৎ করে ওই হাঙরটির মুখোমুখি হয়ে পড়েছিলেন, তবে সাঁতার কেটে পালিয়ে আসতে পেরেছেন।
এর আগে ফেব্রুয়ারিতে অস্ট্রেলীয় উপকূলে হাঙরের আক্রমণে এক জাপানি পর্যটক নিহত হয়েছিলেন।
’আমাদের কন্ঠস্বর ‘’’’’’’ অনলাইন নিউজের ’’’’’ ফেসবুকের ফ্রেন্ড পেইজে’’’’’’’লাইক দিয়ে সংয়ুক্ত থাকুন’
এই সংক্রান্ত আরো সংবাদ
চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন
চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন
চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস
শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন