মেয়ে হলেন ছেলে, ছেলে হলেন মেয়ে! রূপান্তরিত দম্পতি দিলেন সন্তানের জন্ম
মেয়ে হলেন ছেলে, ছেলে হলেন মেয়ে! রূপান্তরিত দম্পতি দিলেন সন্তানের জন্ম স্বামী ট্রান্সজেন্ডার। স্ত্রীও তাই। কিন্তু, তা বাধ সাধেনি সন্তানের জন্মে। দক্ষিণ আমেরিকার প্রথম ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত দম্পতি হিসেবে সুস্থ সন্তানের জন্ম দিলেন ফার্নান্ডো মাচাদো ও ডায়ানে রদরিগেজ।
ফার্নান্ডো মহিলা থেকে লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হয়েছেন। আর ডায়ানে পুরুষ থেকে লিঙ্গ পরিবর্তন করে মহিলা। তবে নিজেদের আর পাঁচটা পরিবারের মতোই দেখতে চান ইকুয়েডরের এই রূপান্তরিত দম্পত্তি। বিবিসি’কে ফার্নান্ডো বলেন, ’সাধারণ পরিবারের মতো আমাদের সমান অধিকার পাই না ঠিকই। কিন্তু, নিজেদের আলাদা করে দেখি না।’ মা হওয়ার সুযোগ যে কোনো দিন মিলবে, তা ভাবতেও পারেননি ডায়ানে। তাঁর কথায়, ’রূপান্তরকামী হওয়ায় মা হওয়ার কথা কোনোদিনও ভাবিনি।’
২০১৩ সালে ফেসবুকে বন্ধুত্ব হওয়ার পর থেকে সম্পর্কে রয়েছেন ফার্নান্ডো ও ডায়ানে। লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় সন্তান ধারণ করা নিয়ে সন্দেহ ছিল ওই দম্পতির। কিন্তু, শেষ পর্যন্ত সুস্থ সন্তানের জন্ম দিয়ে খুশি তাঁরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন