মোদির দলকে চ্যালেঞ্জ শাহরুখের, ‘আমার থেকে বড় দেশপ্রেমী কেউ নেই’
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বেড়ে যাওয়ার বিষয়ে কথা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের চাঁপে মুখে পড়েন জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তার ওই বক্তব্য নিয়ে নতুন বিতর্কও উসকে দেয় ক্ষমতাসীন বিজেপি। শাসক দলের শীর্ষ নেতারা তাকে আক্রমণ করে বক্তব্যও দেন। সেই বক্তব্যকে এক ধরণের চ্যালেঞ্চ করে বারবার দেশপ্রেমের পরীক্ষা দেওয়া শাহরুখ বলেন, ‘আমার থেকে বড় দেশপ্রেমী কেউ নেই’।
প্রসঙ্গত, গত নভেম্বরে এক অনুষ্ঠানে শাহরুখ জানিয়েছিলেন, ধর্মীয় অসহিষ্ণুতা দেশকে অন্ধকার যুগে নিয়ে যাচ্ছে। এর পরেই মোদির দল বিজেপি’র শীর্ষ নেতারা তাঁর সমালোচনা করেন। শাহরুখের শ্যুটিংয়েও বাধা দেওয়ার চেষ্টা করেন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যেরা।
এরপর একটি টেলিভিশন চ্যানেলে শাহরুখের দাবি, ‘কোনও রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনও সমস্যা নেই। একটা কথা বলতে চাই, দেশবাসী যাঁকে নেতা হিসাবে নির্বাচন
করেন, আমাদের সকলের উচিত তাঁকে সমর্থন করা। তা তিনি মোদির মতো মহান ব্যক্তিই হন বা অন্য কেউ! প্রধানমন্ত্রীই পারেন দেশকে এগিয়ে নিয়ে যেতে।’
গত বছরের অসহিষ্ণুতা বিতর্কের পর বিভিন্ন অনুষ্ঠানে নিজের দেশপ্রেমের কথা জানিয়েছেন শাহরুখ। সে প্রসঙ্গে নায়কের বক্তব্য, ‘আমি এই দেশেরই নাগরিক। অথচ বারবার বলতে হচ্ছে, আমি দেশভক্ত। এজন্য খুব দুঃখ হয়। আমার তো কাঁদতে ইচ্ছে করে। সকলের কাছে নিজের দেশপ্রেমের কথা ব্যাখ্যা করা যে কী যন্ত্রণার!’
সম্প্রতি শাহরুখের নতুন ছবি মুক্তি পেয়েছে। সেই প্রসঙ্গ টেনে অভিনেতা বলেন, ‘সিনেমা হিট করবে কি না জানি না। তবে আমি এই শেষবারের জন্য বলছি, আমার থেকে বড় দেশপ্রেমী কেউ নেই।’’
নভেম্বরে নিজের বিতর্কিত মন্তব্যের ফের ব্যাখ্যা অবশ্য দিয়েছেন শাহরুখ। তিনি বলেন, ‘আমি শুধু যুব সম্প্রদায়কে বলতে চেয়েছিলাম, তারা যেন ধর্ম, রং, জাত ইত্যাদি নিয়ে অসহিষ্ণু না হয়। আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। কারও প্রতি দেশ সুবিচার করছে না, সে কথা আমি ভাবতেই পারি না। আমার সব কিছুই এ দেশ থেকে পাওয়া। তাই দেশের বিরুদ্ধে অভিযোগ করার কথাও ভাবতে পারি না।’
এ প্রসঙ্গে নিজের পরিবারের কথা তুলে ধরেন তিনি। বলেন, ‘আমার পরিবারই তো ছোটখাটো ভারত। আমার স্ত্রী হিন্দু। আমি জন্মসূত্রে মুসলমান। আমার তিন সন্তান তিনটি ধর্ম অনুসরণ করে। সেই আমি কী করে দেশের সম্পর্কে খারাপ কিছু ভাবব?’
সাক্ষাৎকারের সঞ্চালক অবশ্য শাহরুখকে বারবার অস্বস্তিতে ফেলার চেষ্টা করেছেন। এক সময় তিনি জানতে চান, শাহরুখের তো কংগ্রেসে অনেক বন্ধু রয়েছেন। তাঁরা মোদীকে সব সময় চাপে ফেলতে চান!
শাহরুখের জবাব, ‘আমি তো কাউকে কখনও চাপে ফেলার চেষ্টা করি না। সেই সাহসও নেই। বিভিন্ন রাজনৈতিক দলে আমার বন্ধু রয়েছেন ঠিকই। তবে আমি অরাজনৈতিক।’
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন