মোনালিসার মুচকি হাসি এবার আদালতে
পাসপোর্টের জন্য ছবি তোলার সময় কিছু নির্দিষ্ট নিয়মকানুন অনুসরণ করতে হয় সব দেশের নাগরিককে। ফ্রান্সের নিয়মানুসারে, পাসপোর্টের ছবিতে মুখভঙ্গিমা নিরপেক্ষ থাকবে এবং হাসা যাবে না। সেই নিয়ম না মেনে ছবি তোলায় সম্প্রতি ফ্রান্সে এক সরকারি কর্মকর্তার পাসপোর্টের ছবি বাতিল করা হয়।
ছবি তোলার সময় ৪০ বছর বয়সী ওই কর্মকর্তার ঠোঁটের কোণে হালকা হাসির আভাস ছিল। ছবি বাতিল হওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি হাজির হন আদালতে। উকিলের সাহায্যে আদালতে চিঠি পাঠিয়ে তিনি বলেন, ফ্রান্সের মানুষকে হতাশায় রাখতে এ আইন করা হয়েছে। আর এ আইন করার মাধ্যম সরকার তার ক্ষমতার অপব্যবহার করছে।
তার উকিল সেই চিঠি পাঠিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমেও। এখানেই শেষ নয়, ওই পাসপোর্ট সংস্থার বিরুদ্ধে মামলাও করেছেন তিনি। ওই ব্যক্তি আরো অভিযোগ করেন, পাসপোর্টের ছবি তোলার সময় হালকা হেসেছেন বলে ছবি বাতিল করা একদমই উচিত হয়নি।
এরপরই তিনি লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত ছবি ‘মোনালিসা’-এর কথা উল্লেখ করেন। ৫০০ বছরের বেশি সময় ধরে মানুষ যে ছবিটির দিকে তাকিয়ে বার বার মুগ্ধ হয়েছে, সেই ছবিতেও মোনালিসার ঠোঁটের ডগায় একটা রহস্যময় বুদ্ধিদীপ্ত হাসি রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন