মোনালিসার হাসির পিছনে অন্য নারী?
মোনালিসা আসলে কে? লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা পোট্রেটে ওই হাসির পিছনে কোন নারী রয়েছেন জানেন কি? এই অমোঘ প্রশ্নের উত্তর মানুষ খুঁজছেন গত পাঁচ শ’ বছর ধরে।
বেশ কয়েকজন গবেষক বলেছেন, ফ্লোরেন্সের এক সিল্ক ব্যবসায়ীর স্ত্রী লিসা গেরারদিনির আদলে মোনালিসা সৃষ্টি করেছিলেন লিওনার্দো। এ নিয়ে যদিও বিতর্ক রয়েছে। তবে বেশির ভাগ মানুষ এই তথ্যই বিশ্বাস করেন। ইতিহাসও তাকেই মান্যতা দিয়েছে। তবে সম্প্রতি মোনালিসা রহস্য নিয়ে তোলপাড় হচ্ছে শিল্পমহল। ফরাসি বিজ্ঞানী পাস্কাল কোটে প্রায় ১০ বছর গবেষণার পর জানিয়েছেন, লিসা গেরারদিনি নন, মোনালিসার হাসির পিছনে রয়েছেন অন্য কোনো রহস্যময়ী। আর এই তত্ত্ব সামনে আসতেই দু’ভাগ হয়ে গিয়েছে শিল্পমহল। কারণ এত দিন পর ইতিহাসকেই চ্যালেঞ্জ জানিয়েছেন কোটে।
২০০৪ সালে ল্যুভের মিউজিয়াম কর্তৃপক্ষ কোটেকে বিভিন্নভাবে মোনালিসার ছবি তোলার সুযোগ করে দেন। এর পরই গবেষণা শুরু করেন তিনি। সেখানে লেয়ার অ্যাম্পপ্লিফায়েড পদ্ধতি ব্যবহার করেছেন কোটে। তার কথায়, ‘‘উন্নত প্রযুক্তির সাহায্যে আমরা এখন প্রত্যেকটা পেন্টিংয়ের সব স্তর পর্যন্ত দেখতে পারি। ঠিক পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। ক্যানভাসের মোনালিসার পিছনে তিনটি আলাদা আলাদা ইমেজ রয়েছে। তৃতীয় ইমেজটি যে নারীর তার মাথা বড়, হাত ও নাক লম্বা। তুলনায় ঠোঁট সরু।’’
ইতিহাসবিদ অ্যান্ড্রু গ্রায়াম ডিক্সন জানিয়েছেন, পাসকাল কোটের এই তত্ত্ব গত ১০০ বছরে শিল্প জগতের সবচেয়ে সাড়া জাগানো খবর। ‘‘মোনালিসা সম্পর্কে আমরা এতদিন ধরে যা বিশ্বাস করতাম, তাতে বড় ধরনের পরিবর্তন হলো। আমি অন্তত এখন আর বলব না যে গেরারদিনির আদলে মোনালিসা তৈরি হয়েছে। ওই মহিলা হয়তো অন্য কেউ’’ জানিয়েছেন তিনি।
আবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গবেষক মার্টিন কেম্পের দাবি, ‘‘কোটের যুক্তি সমর্থন করতে পারছি না। তবে উনি গবেষণার পর যে তথ্য হাজির করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছরগুলোতে এ নিয়ে বহু আলোচনা হবে।’’
লিওনার্দো মোনালিসার পোট্রেট এঁকেছিলেন ১৫০৩ সাল থেকে ১৫১৭ সাল পর্যন্ত। প্রথমে ইতালির ফ্লোরেন্সে, তারপর ফ্রান্সে কাজ করেন শিল্পী। এত দিন পর তার মোনাসিলা নিয়ে এই নয়া আবিষ্কারে এখন পর্যন্ত কিন্তু মুখ খোলেননি ল্যুভের কর্তৃপক্ষ।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন