মোবাইলে ফিল্ম দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ!
সিলেট নগরীর পাঠানটুলায় ছয়ফুল মিয়ার কলোনিতে মোবাইলে সিনেমা দেখানোর ফাঁদে ফেলে চার বছরের এক শিশুকে ধর্ষণ করেছে খোকন নামের ১৮ বছরের এক পাষণ্ড তরুণ। ধর্ষণের পর থেকে খোকন ও তার পরিবারের লোকজন আত্মগোপনে।
মঙ্গলবার দুপুরে লাক্কাতুরা চা বাগানে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশুটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
ধর্ষক খোকন একই কলোনির বাসিন্দা আলী নূর মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে শিশুটিকে লোভ দেখিয়ে পাশের লাক্কাতুরা চা বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে সে শিশুটিকে ধর্ষণ করে।
পরে শিশুটি কলোনিতে এসে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে তাকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাত ১২টার দিকে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘রাতে বিষয়টি জেনেছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা সঠিক হলে দোষীকে গ্রেপ্তার করা হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
মৌলভীবাজারের “গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ” নামের পাঁচ তারকাবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন