মোবাইলে সিগারেট-তামাক আইনে নজর-বন্দি ভারত
ধূমপান করছেন৷ অথচ, বুঝতে পারছেন না যে, আইন ভঙ্গ করছেন কি না? তা হলে, সাবধান৷ কারণ, আপনি এখন রয়েছেন নজরদারিতে৷
কাজেই, জেনে নিন, ধূমপানের জেরে কোন কোন ক্ষেত্রে আইন ভঙ্গ হতে পারে৷ না হলে, এড়ানো সম্ভব নয় আইনি সমস্যা৷ কেননা, দেশজুড়ে এখন নজরদারি করছে ‘টোব্যাকো ওয়াচ’৷
তবে, শুধুমাত্র আবার সিগারেট অথবা অন্য কোনও উপায়ে ধূমপানের মাধ্যমে আইন ভঙ্গ করাও নয়৷ বিভিন্ন সময় হয়তো চেষ্টা করেছেন যে, ধূমপান আর করবেন না৷ কিংবা, ছেড়ে দেবেন সিগারেট৷ অথচ, পারছেন না৷ বার বার ব্যর্থ হচ্ছেন৷ এমনও হচ্ছে, সিগারেট অথবা অন্য কোনও উপায়ের ধূমপান বন্ধ করে দেওয়ার পরেও, আবারও আক্রান্ত হয়ে পড়ছেন নেশায়৷ তা হলেও চিন্তার কোনও কারণ নেই৷ কারণ, উপায় রয়েছে এখন মুঠোবন্দি৷ তাও আবার বাংলা ভাষায়-ও৷
কোনও কল্পকাহিনি নয়৷ এমনই পরিষেবা এখন চালু হয়েছে দেশজুড়ে৷ তেমনই, শুধুমাত্র সিগারেট অথবা অন্য কোনও উপায়ে ধূমপানের ক্ষেত্রেও নয়৷ দেশজুড়ে চালু হওয়া এই পরিষেবার অধীনে রয়েছে তামাকজাত বিভিন্ন দ্রব্য-ও৷ এবং, এই ধরনের পরিষেবা এখন মিলছে মোবাইল ফোনেই৷ এমনই দাবি করা হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মানভূম আনন্দ আশ্রম নিত্যা নন্দ ট্রাস্ট (এমএএনটি)-এর তরফে৷ ওই সংগঠনের প্রকল্প অধিকর্তা নির্মাল্য মুখোপাধ্যায়ের কথায়, ‘‘এই ধরনের পরিষেবা আমরাই এ দেশে প্রথম চালু করলাম৷’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘এই পরিষেবা এখন ইংরেজি ভাষায় চালু হয়েছে৷ তবে, মাস খানেকের মধ্যেই এই পরিষেবা বাংলা ভাষায়-ও চালু হয়ে যাবে৷’’
শুধুমাত্র ইংরেজি এবং বাংলা-ও নয়৷ এমএএনটি-র প্রকল্প অধিকর্তার কথায়, ‘‘আগামী দিনে হিন্দি, পাঞ্জাবি ভাষায়-ও চালু হবে এই পরিষেবা৷ এ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যাতে স্থানীয় ভাষায় এই পরিষেবায় উপকৃত হন, তার জন্যেও আমাদের প্রচেষ্টা জারি রয়েছে৷’’ কিন্তু, কেন এই ধরনের পরিষেবা? এমএএনটি-র তরফে জানানো হয়েছে, সিগারেট হোক অথবা ধূমপানের জন্য অন্য কোনও উপায় কিংবা গুটখা বা তামাক জাতীয় বিভিন্ন দ্রব্য৷ এ সব ক্ষেত্রে কেন, কীভাবে আইন ভঙ্গ করেন ব্যবহারকারীরা, সে সব বিষয়ে যথাযথ সচেতনতার অভাব রয়েছে৷ যাঁরা ধূমপায়ী নন এবং তামাকজাত বিভিন্ন দ্রব্য ব্যবহার করেন না, তাঁদের মধ্যেও আইন সম্পর্কে যথাযথ সচেতনতার অভাব রয়েছে৷ কাজেই, সকলের মধ্যে যথাযথ সচেতনতা বৃদ্ধির জন্যই এই পরিষেবা চালু করা হয়েছে৷
নির্মাল্য মুখোপাধ্যায় বলেন, ‘‘দেশজুড়ে নজরদারির কাজটি হবে টোব্যাকো ওয়াচ-এর মাধ্যমে৷ জিপিএস নির্ভর এই ব্যবস্থার মাধ্যমে ধূমপান সহ তামাকজাত বিভিন্ন দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে আইন ভঙ্গ হলে, সেই বিষয়ে কারও অভিযোগও স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংশ্লিষ্ট স্থানে পৌঁছে যাবে৷’’ তিনি জানিয়েছেন, ‘টোব্যাকো ওয়াচে’র মাধ্যমে শুধুমাত্র আবার অভিযোগ দায়েরও নয়৷ ধূমপান সহ তামাকজাত বিভিন্ন দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে আইনের যে সব বিভিন্ন ধারা রয়েছে, সে সব বিষয়েও মিলবে তথ্য৷ এখানেও শেষ নয়৷ ধূমপান অথবা তামাকজাত বিভিন্ন দ্রব্য ব্যবহারের জেরে কীভাবে, কেন মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, সে সব বিষয়েও তথ্য জানান দেবে ‘টোব্যাকো ওয়াচ’৷ তেমনই, শুধুমাত্র আবার শরীর অথবা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষতির বিষয়টিও নয়৷ সিগারেট, গুটখা সহ ধূমপানের অন্য বিভিন্ন উপায় এবং তামাকজাত বিভিন্ন দ্রব্য ব্যবহারের জেরে কীভাবে আর্থিক সমস্যার সম্মুখীনও হতে হয়, সে সবেরও তথ্য মিলবে ‘টোব্যাকো ওয়াচে’র মাধ্যমে৷
তার উপর রয়েছে, ধূমপান অথবা তামাকজাত বিভিন্ন দ্রব্য ব্যবহার যাতে না করতে হয়, অর্থাৎ, ব্যবহারকারীরা যাতে নেশা মুক্ত হতে পারেন, তার ব্যবস্থাও৷ আর, তার জন্য রয়েছে পাঁচ দিনের ‘প্যাকেজ’-ও৷ ওই সংগঠনের তরফে দাবি করা হয়েছে, মাত্র পাঁচ দিনেই কীভাবে সিগারেট অথবা অন্য কোনও উপায়ে ধূমপান কিংবা তামাকজাত বিভিন্ন দ্রব্যের নেশা থেকে মুক্তি মিলতে পারে, তারও ব্যবস্থা করছে ‘টোব্যাকো ওয়াচ’৷
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন