মোরগের ডাকে মুরগির জেল, কোথায় জানেন?
শুনেছেন কখনো এমন কথা যে, মোরগ-মুরগির বিশৃঙ্খলাপূর্ণ শব্দের কারণে জেল হয়েছে মুরগির? অবুঝ পশু-পাখির বোঝারই বা কি ক্ষমতা আছে যে, তারা যা করছে তা মানুষের জন্য অস্বস্তিকর? কিন্তু মোরগ-মুরগি না বুঝলেও বুঝেছেন দেশটির বিচারক।
মোরগ-মুরগির বিশৃঙ্খলাপূর্ণ শব্দে পরিবেশ দূষণের অভিযোগ আনেন স্থানীয় এক ব্যক্তি। ওই ব্যক্তির অভিযোগ আমলে নিয়ে মোরগ-মুরগির জেল দিয়েছেন বিচারক। শুধু তাই নয়, এজন্য মুরগির মালিককে বেত্রাঘাতও করা হয়েছে!
এমনই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে সৌদি অারবের আল হফুফ পৌরসভায়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, মোরগ-মুরগির বিশৃঙ্খলাপূর্ণ শব্দে পরিবেশ দূষণ হচ্ছে এমন অভিযোগ দেন স্থানীয় এক ব্যক্তি। তারই প্রেক্ষিতে মুরগি ও তার মালিকের বিরুদ্ধে ওই শাস্তি ঘোষণা করা হয়।
বলা হয়, গত সোমবার স্থানীয় এক ব্যক্তি পৌরসভা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন যে, ওই মোরগ-মুরগির জন্য তিনি ও তার প্রতিবেশিরা অতিষ্ঠ। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা দরকার। তাহলেই সেখানকার পরিবেশ শান্ত হবে।
প্রথমে পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টি সমঝোতার মাধ্যমে মিটিয়ে নেয়ার পরামর্শ দেন। কিন্তু তাতে ফল না হওয়ায় বিষয়টি এরপর পৌরসভার আদালতে তোলা হয়।
আদালত মোরগ-মুরগি ও তার মালিককে সাজা প্রদান করেন। তবে ওই মোরগ-মুরগির কতদিন জেল হয়েছে তা জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন