মোহাম্মদপুরে কলেজছাত্রীর লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে টিক্কাপাড়া এলাকার একটি বাসা থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
নিহত আরিফা আক্তার স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণির ছাত্রী। তার বাবার নাম লিটন ভূইয়া। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর এলাকায়। টিক্কাপাড়ায় একটি বাসায় তারা ভাড়া থাকে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুপুর ১২টায় টিক্কাপাড়ার একটি বাসার খাটিয়ার ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত কলেজছাত্রীর চাচা আবদুর রব জানান, আজ সকালে আরিফার বাবা কাজে বেরিয়ে যান। তার মা ছোট বোনকে আনতে স্কুলে যান। এ সময় আরিফা একা বাসায় ছিল। মা বাসায় ফিরে এসে ফ্যানের সঙ্গে ওড়না ঝোলানো অবস্থায় আর খাটিয়ার ওপর আরিফা পড়ে ছিল।
সঙ্গে সঙ্গে আরিফাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে লাশ আবার বাসায় নিয়ে আসা হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।
নিহতের চাচা আরো বলেন, ‘স্থানীয় একটি ছেলের সঙ্গে আরিফার সম্পর্ক ছিল। আমাদের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন