মৌসুমী হামিদের সংসার

মাঝে সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও ইদানীং নাটকেই বেশি সময় দিচ্ছেন মৌসুমী হামিদ। তার অভিনীত ‘সংসার’ নামে একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে । এ নাটকের শুটিং নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। এটি রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।
সাধারণ মোড়কে মোড়ানো একটি অসাধারণ পরিবারের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে গড়ে উঠেছে নাটকের মূল কাঠামো। যে পরিবারের রয়েছে পারিবারিক সদস্যদের বিচরণ এবং প্রত্যেক সদস্যের জীবনের গল্প। সেই গল্পের মধ্য দিয়েই চিত্রিত হতে থাকে সবার ব্যক্তিগত দর্শন, চিন্তা-প্রক্রিয়া, মানসিক-সামাজিক অবস্থা, জীবন অভিজ্ঞতা, স্বপ্ন, চাওয়া-পাওয়া, আনন্দ-বেদনাসহ সব মানবিক আবেগ। ধাবিত হতে থাকে নাট্য ঘটনা। বিস্তৃত হতে থাকে ডাল-পালাসহ একটি বৃক্ষরূপ পরিবার।
এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘ধারাবাহিকটিতে যখন অভিনয় শুরু করি তখনই মনে হয়েছে দারুণ কিছু হবে। সবাই মিলে বেশ আনন্দ নিয়ে কাজ করছি। অভিনয় করতে গিয়ে আমাদের সবার মাঝে বন্ধন তৈরি হয়েছে। প্রচারে আসার পর দর্শকরাও নাটকটি গ্রহণ করছেন।’
নাটকটি সপ্তাহের সোম, মঙ্গল ও বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন