মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ম্যাক্সওয়েল তাণ্ডবে উড়ে গেল পুনে

আইপিএলে মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডবে রাইজিং পুনে সুপারজায়ান্টকে ৬ উকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাব।

পুনের দেয়া ১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট ও ১ ওভারে হাতে রেখেই জয় পায় পাঞ্জাব। এবারের আইপিএলে প্রথমবারের মতো মাঠে নামে পাঞ্জাব। দলটির নেতৃত্বে রয়েছেন ম্যাক্সওয়েল। আর প্রথম ম্যাচেই সামনে থেকে নেতৃত্বে দিয়ে দলকে জেতালেন এ ডানহাতি ব্যাটসম্যান।

শনিবার দিনের প্রথম ম্যাচে বেন স্টোকস এবং মনোজ তিওয়ারির ঝড়ো ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান করে পুনে।

এদিন টস হেরে ব্যাট করতে নামা পুনের শুরুটা ভালো হয়নি। দলীয় ১ রানে কোনো রান না করেই সন্দ্বিপ শর্মার বলে সাজঘরে ফেরেন মায়াঙ্ক আগারওয়াল। এরপর অধিনায়ক স্টিভ স্মিথ ও আজিঙ্কা রাহানে ৩৫ রানের জুটি গড়েন।

আগের ম্যাচে দারুণ খেলা রাহানে বড় স্কোর করার ইঙ্গিত দিলেও ব্যক্তিগত ১৯ রানে টি নাতারাজানের বলে আউট হন। এরপর ২৬ রান করে মার্কাস স্টইনিসের বলে সাজঘরে ফেরেন স্টিভ স্মিথ। ব্যাট হাতে ব্যর্থ এমএস ধোনি। তিনি মাত্র ৫ রান করে স্বপনিল সিংয়ের বলে আউট হন।

এরপর ব্যাট হাতে তাণ্ডব চালান স্টোকস ও মনোজ তিওয়ারি। তাদের জুটিতে আসে ৬০ রান। ৩২ বলে ৫০ রান করে আকসার প্যাটেলের বলে আউট হন স্টোকস। তার ইনিংসটি ৩টি ছক্কা ও ২টি চারের মারে সাজানো।

এদিন ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন মনোজ তিওয়ারি। তিনি ২৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসটি ২টি ছয় ও ৩টি চারের মারে সাজানো। শেষ দিকে এসে ৮ বলে ১৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। তিনি সন্দ্বিপ শর্মার বলে আউট হন।

জবাব দিতে নেমে ব্যক্তিগত ১৪ রানে অশোক দিন্দার বলে সাজঘরে ফেরেন ওপেনার মানান ভোরা। এরপর নিজের প্রথম ওভারেই ঋদ্ধিমান শাহকে ফেরান ইমরান তাহির। ঋদ্ধিমান ১৩ রান করে তাহিরের বলে বোল্ড হন।

এরপর ধীর গতিতে ব্যাট করতে থাকেন হাসিম আমলা ও আকসার প্যাটেল। তাদের জুটিতে আসে ৩৪ রান। ২৭ বলে ২৮ করা আমলাকে ফেরান রাহুল চাহার।

নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই প্যাটেলকে ফেরান তাহির। প্যাটেল ২২ বলে ২৪ রান করেন।

তবে ম্যাক্সওয়েল এবং ডেডিভ মিলার দুজনে মিলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। ম্যাক্সওয়েল ২০ বলে ৪৪ এবং মিলার ২৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। ৪টি ছক্কা ও ২টি চারে সাজানো ম্যাক্সওয়েলের ইনিংসটি। অন্যদিকে ২টি ছয় ও ১টি চারে মিলার তার ইনিংসটি সাজান।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!