শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ম্যাচ চলার সময় ক্রিকেট মাঠে জলজ্যান্ত সাপের মিছিল!

এক সাপে রক্ষা নেই! ঠিকই পড়ছেন৷ ‘রাম’ নয় ‘সাপ’৷ শনিবার বিদর্ভের বিরুদ্ধে প্রথম দিনই জোড়া সাপের বীণে জেরবার বাংলা! বিদর্ভের লোগোতে সাপের ছবি৷ তাদের হাতেই প্রথম দিনই ১১৮-১ থেকে ২১৭-৭ স্কোর নিয়ে ধুঁকছে বাংলা৷ ক্রিজে লড়ছেন সুদীপ চট্টোপাধ্যায় (৪৯ ব্যাটিং)৷ ব্যর্থ মনোজ তিওয়ারি (৩)৷ দ্বিতীয় সাপ অবশ্য লোগোর নয়, জলজ্যান্ত! ক্রিকেট মাঠে সাপের মিছিল, আসহায় ক্রিকেটারর!

এ দিন সকালে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সেই সাপই সুপারহিট৷ তখনও লাঞ্চ হয়নি৷ হঠাত্‍ই দেখা গেল নাগ মহারাজ মাঠের প্যাভিলিয়নের সামনের আউট ফিল্ডে মর্নিং ওয়াকের মেজাজে! উইকেটে তখন জাঁকিয়ে বসেছেন বাংলার দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরণ (৫৮) ও সায়নশেখর মন্ডল (৫৬)৷ তাই বিদর্ভও ফিল্ডিং বেশ সজাগ৷ কিন্তু ক্রিকেট খেলতে এসে কে আর ‘নাগিনা’-র অমরীশ পুরীর মতো সাপের ছোবল খেতে চান? আউটফিল্ড থেকে পিচের দিকে দে দৌড় বিদর্ভ ফিল্ডারদের! প্যাভিলিয়ন থেকে বাংলা শিবিরও মাঠে নেমে পড়েছে৷ ভয়ের সঙ্গে সেখানে মিশে কর্তব্যবোধ৷ হোম ম্যাচ আয়োজনের দায়িত্ব যখন বাংলার, সাপ তাড়ানোর দায়িত্বটাও তো নিতে হবে৷

বাংলার ম্যানেজারকে দু’হাত তুলে ছুটে আসতে দেখা গেল৷ ম্যাসিওর মাঠে নেমে পড়লেন সাপ তাড়াতে৷ মিনিট খানেক বন্ধও থাকল খেলা৷ সবটাই হল জাতীয় নির্বাচক কমিটিতে পূর্বাঞ্চলের প্রতিনিধি সাবা করিমের সামনে! এখানেই শেষ নয়৷ সাপ দেখা গেল বাংলার ড্রেসিংরুমের বাথরুমেও৷ এমনিতে সাপের ব্যাপারটা নিয়ে হাসি-ঠাট্টা চললেও মনের কোণে সবারই যে ভয়, সেটাও টের পাওয়া গেল৷ সল্টলেকের মাঠের মধ্যে অস্থায়ী ছাউনি টাঙিয়ে ম্যাচ রেফারি, তৃতীয় আম্পায়ার, স্কোরারদের বসার ব্যবস্থা৷ লাঞ্চের সময় দিল্লির হয়ে পঞ্চাশের বেশি রঞ্জি খেলা, ম্যাচ রেফারি মন্নু কুমারকে বাংলার ম্যানেজারের কাছে এসে বলতে শোনা গেল, ‘দাদা, আমাদের জায়গাটা একটু দেখবেন৷’ বিকেলের দিকে অবশ্য সিএবি কর্তারা কার্বলিক অ্যাসিড দেওয়ার ব্যবস্থা করলেন, কিন্তু ততক্ষণে অন্য সাপ, মানে বিদর্ভের অফ স্পিনার অক্ষয় ওয়াখড়ের (৪-৪০) কামড়ে বিক্ষত বাংলা;

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ