ম্যাচ শেষে অনেক কিছুই বলা সহজ: মুশফিক
ব্যাটসম্যান বাড়তি নিলেও শেষের দিকে দ্রুত রান তুলতে পারেনি বাংলাদেশ। বোলার কম নিয়ে লড়াই করতে পারেনি ৩০৫ রান নিয়েও। ইংল্যান্ড জিতছে ৮ উইকেটে। মাশরাফি বিন মুর্তজা জানালেন, জেনে-বুঝেই ঝুঁকিটা নিয়েছিল দল।
টেস্ট অধিনায়কের কণ্ঠেও একই কথা। আক্ষেপ কিছু রানের। তবে বোলার একজন বেশি থাকলেও জয়ের নিশ্চয়তা থাকত না বলে জানান মুশফিক।
মুশফিক বলেন, আমার মতে, আমরা ২৫-৩০ রান কম করেছিলাম। হয়ত একজন বোলারের ঘাটতিও ছিল। মিরাজ ছিল না আজকে। অনিয়মিত বোলারদের দিয়ে ১০ ওভার বের করে আনতে হতো।
‘কিন্তু ম্যাচ শেষে আসলে এসব বলা সহজ’। আরেকটা বোলার থাকলে হয়ত ভালো হতো। তবে থাকলেই যে জিততাম বা সে অসাধারণ বল করত, সেটার নিশ্চয়তা নেই। মুস্তাফিজ-সাকিবের বলই গ্রিপ করেনি। বোলারদের কাজ কঠিন। আমরা আজ শুরুতে আরও ২-১টি উইকেট নিলে ফল অন্যরকম হতে পারত। তখন এই প্রশ্ন আসতো না।
এই ২৫-৩০ রান বেশি হতে পারত, যদি শেষ পর্যন্ত টিকে থাকতেন মুশফিক। কিন্তু সেঞ্চুরিয়ান তামিম ইকবাল আউট হওয়ার পরের বলেই তুলে মারতে গিয়ে আউট হন মুশফিক। ৭২ বলে ৭৯ রানের ইনিংসটি সেঞ্চুরি পর্যন্ত গেলেই হয়ত প্রত্যাশিত রান পেত বাংলাদেশ।
তবে নিজেদের ব্যর্থতার পাশাপাশি প্রতিপক্ষকেও কৃতিত্ব দিচ্ছেন মুশফিক। বিশেষ করে ম্যাচ জেতানো সেঞ্চুরি করা রুটকে।
‘উইকেট ব্যাটিংয়ের জন্য বেশিই ভালো ছিল’। প্রথম উইকেটের পর আমরা রুট ও হেলসের ওপর চাপ দিতে পারিনি। দুজনই দারুণ ব্যাট করেছে, বিশেষ করে রুট। কোনো ঝুঁকি না নিয়েই অসাধারণ খেলেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন