ম্যালেরিয়া-ক্যান্সার শনাক্ত করবে কুকুর!

রোগের প্রাথমিক পর্যায় সনাক্ত করতে বোধ হয় প্যাথলজি সেন্টারগুলোর দিন শেষ হয়ে আসছে। কোনো যন্ত্র নয় বরং প্রাণঘাতি ম্যালেরিয়া ও ক্যান্সারের মতো রোগ সনাক্তে কুকুরের ব্যবহার নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে। কেবল ঘ্রাণশক্তির বদৌলতে কুকুর এসব রোগ সনাক্ত করতে পারবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
২০১৫ সালে সারা বিশ্বে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে ২১ কোটি ৪০ লাখ মানুষ। এর মধ্যে ৪ লাখ ৩৮ হাজার মানুষ মারা গেছে। এদের অধিকাংশই আবার আফ্রিকার। এসব মৃত্যুর ক্ষেত্রে রোগ নির্ণয়ে কালক্ষেপণও ছিল একটি বড় কারণ। এজন্য বিজ্ঞানীরা অনেক দিন ধরেই দ্রুততম সময়ে এ রোগ নির্ণয়ের উপায় খুঁজছেন।
কুকুরের ঘ্রাণশক্তি অনেক প্রখর। মানুষের চেয়ে এই প্রাণীটির ঘ্রাণশক্তি ২৮ হাজার গুণ বেশি। আর ম্যালেরিয়া-ক্যান্সারের মতো রোগ প্রাথমিক পর্যায়ে সনাক্তের জন্য বিজ্ঞানীরা আর কুকুরের ঘ্রাণশক্তিকে কাজে লাগাতে কাজ শুরু করে দিয়েছেন। যুক্তরাজ্যের বাকিংহ্যামশায়ারের একটি গবেষণাগারে এ নিয়ে কাজ চলছে। ২০০৮ সাল থেকে এখানে রোগ নির্নয়ে কুকুরদের ব্যবহার নিয়ে কাজ করছে মেডিকেল ডিটেকশন ডগস নামে একটি দাতব্য সংস্থা। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে ডারহাম ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, গাম্বিয়ার মেডিকেল রিসার্চ কাউন্সিল এবং বিল গেটস ও মেলিন্ডা ফাউন্ডেশন। ইতিমধ্যে গবেষণা কাজকে এগিয়ে নিতে বিল গেটস ও মেলিন্ডা ফাউন্ডেশন ৭০ হাজার পাউন্ড অনুদান দিয়েছে।
রোগ সনাক্তে কুকুর ব্যবহার নিয়ে এ গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন ডারহাম ইউনিভার্সিটির স্কুল অব বায়োলজিক্যাল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেসের বিজ্ঞানী ও ম্যালেরিয়া বিশেষজ্ঞ স্টিভ লিন্ডসে। তিনি বলেন, ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তি শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে একটি বিশেষ ধরনের গন্ধ নির্গত করে। ম্যালেরিয়া জীবাণুবাহী মশা আক্রান্ত ব্যক্তির শরীর থেকেই খাদ্য সংগ্রহ করে থাকে। আর এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে তার শরীর থেকে নির্গত গন্ধের মাধ্যমেই শনাক্ত করা সম্ভব।
লিন্ডসে বলেন, যদি আমরা কুকুরকে ওই গন্ধ শনাক্তে ব্যবহার করতে পারি, তাহলে বিভিন্ন বিমানবন্দরে আমরা এদের ব্যবহার করতে পারব।
প্রসাবের মাধ্যমে ক্যান্সার সনাক্তেও কাজ করছেন গবেষকরা। শুধু তাই নয়, দেহে শর্করার মাত্রা পরিবর্তন ও ডায়াবেটিকে আক্রান্তের পূর্বসংকেত পাওয়ার ক্ষেত্রেও কুকুরে ঘ্রাণশক্তি কাজে লাগতে চাইছেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন