মৎস্য ভবনের পর শাহবাগেও স্কুলছাত্রী নিহত
রাজধানীতে শনিবার সাত ঘণ্টার ব্যবধানে আরো এক স্কুলছাত্রী মারা গেছে সড়ক দুর্ঘটনায়। বিকাল চারটার দিকে খাদিজা আক্তার (১২) নামের এই স্কুলছাত্রী শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় নিহত হয়। পিএসসি পরীক্ষা দেয়া খাদিজার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরগঞ্জে।
এর আগে সকাল নয়টার দিকে রাজধানীর মৎস্য ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মারা যায় সাবিহা আক্তার সোনালী (১৪) নামের এক স্কুলছাত্রী। সে রাজধানীর বেগম রহিমা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
একই সড়কে মাত্র এক কিলোমিটারের মধ্যে সংঘটিত হয় এই দুটি দুর্ঘটনা।
শাহবাগ থানার পুলিশ জানায়, শনিবার বিকেল চারটার দিকে শাহবাগ মোড়ে রাস্তা পার হওয়ার সময় খাদিজাকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। গুরুতর আহত অবস্থায় খাদিজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাদিজার ভগ্নিপতি ওমর ফারুক বলেন, তিনি পরিবার নিয়ে রাজধানীর শ্যামপুরে থাকেন। আট দিন আগে তাদের সঙ্গে কুমিল্লা থেকে ঢাকায় এসেছিল খাদিজা। আজ সকালে খাদিজাকে নিয়ে বেড়াতে বের হন। শিশুপার্ক ঘুরে বিকেলে খাবারের জন্য শাহবাগ মোড়ে একটি রেস্টুরেন্টে যাচ্ছিলেন। তখন রাস্তা পার হওয়ার সময় একটি বাস বেপরোয়া গতিতে এসে খাদিজাকে ধাক্কা দেয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ঘটনার পর বাস ও চালককে আটক করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন