মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মড়ার ওপর খাঁড়ার ঘা মুশফিক!

: তিন ম্যাচের তিনটিতে হার। দুটিতে ছিলেন না মুশফিকুর রহিম। একটিতে অর্ধেক খেলতে পেরেছেন। প্রতিটি ম্যাচ শেষে দেখা গেছে, মুশফিক থাকলে ম্যাচের চেহারা অন্যরকম হতে পারতো। এমনিতে ব্যাটসম্যানরা কেউ সেভাবে ফর্মে নেই, তার ওপর মুশফিকের ইনজুরি বাংলাদেশ দলকে বেশি বিপাকে ফেলে দেয়।

নিউজিল্যান্ড থেকে দলের সঙ্গে থাকা এক কর্মকর্তা জানালেন, টেস্ট অধিনায়ক আজ নেপিয়ারে দলের সঙ্গে নেটে যোগ দিবেন। তবে টি-টোয়েন্টিতে খেলার সম্ভাবনা খুব কম।

‘সবকিছু ঠিক থাকলে আজ তার নেটে ব্যাটিং সেশনে অংশ নেয়ার কথা। যদি কোনোভাবে আজ না পারে তাহলে আগামীকাল অবশ্যই নেটে নামবেন।’ বলেন ওই কর্মকর্তা।

মুশফিক বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ দলের মিডলঅর্ডারে নির্ভরতার প্রতীক। খুব বেশি রান না পেলেও ম্যাচের পরিস্থিতি পড়তে ‘ওস্তাদ’। ম্যাচ ধরে খেলায় তার জুড়ি নেই। টপ অর্ডার এবং মিডল অর্ডারের মধ্যে দারুণ সেতুবন্ধন করেন তিনি। যেটা কিউইদের বিপক্ষে শেষ দুই ম্যাচে দরকার ছিল।

মিডল-অর্ডারে মুশির অভাব কেউ পূরণ করতে না পারায় তানবীর হায়দার, মোসাদ্দেক হোসেন চাপে পড়ে যান। কাজে আসেনি নুরুল হাসানের ভালো ব্যাটিংও।

লেগ স্পিনার তানবীর প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে খুবই হতাশ করেছেন। বল হাতেও একই অবস্থা। দ্বিতীয় ম্যাচে তাকে আক্রমণে আনা হয় নিউজিল্যান্ড যখন ডিফেন্স খেলছিল তখন। শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে বল করতে এসে দুই ওভারে ২০ রান দেন। পরে মাশরাফি আর তাকে ব্যবহার করেননি।

প্রথম ম্যাচে মোসাদ্দেক চেষ্টা করেন মুশফিকের অভাব পূরণ করার। কিন্তু মানসিক পরিপূর্ণতার অভাব ফুটে ওঠে শেষ দুই ম্যাচে। মুশফিকের পরিবর্তে মাঠে নামা নুরুল হাসান সোহান সত্যিকার অর্থেই ভালো করেছেন। কিন্তু মুশির জায়গায় তাকে ভরসা করতে পারেননি কর্মকর্তারা। তাই দ্বিতীয় ম্যাচে তাকে সাত নম্বরে নামানো হয়। শেষদিন ছয়ে। এদিন ৩৯ বলে ৪৪ করেন।

অন্যদিকে মিডলঅর্ডারে রিয়াদ তিন ম্যাচে করতে পারেন যথাক্রমে ০, ১ এবং ৩। সাকিব চেষ্টা করেও ম্যাচ জেতানোর মতো সেই স্বভাব টেনে আনতে পারেননি। পারেনি বাংলাদেশও।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি