ময়মনসিংহ-কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ময়মনসিংহের ত্রিশাল ও কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীসহ ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দুই জেলায় এ দুর্ঘটনা ঘটে।
আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন, সকালে পৃথক দুটি দুর্ঘটনায় এ জেলায় তিনজন হয়েছেন।
ময়মনসিংহের ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রাঘামারায় ঢাকাগামী একটি ট্রাকচাপায় দু’জন নিহত হন।
এছাড়া, সকাল সাড়ে ৬টার দিকে জেলার সাইনবোর্ডে একটি পিকআপ ভ্যান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর আকস্মিক বিকল হয়ে পড়ে। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে হেলপার জাকির হোসেন গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে নেয়ার পথে তিনি মারা যান।
অন্যদিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোডের বিচ পাবলিক স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ৩/৪ জন।
নিহত আইনজীবী হুমায়ুন আহমদ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন