যবিপ্রবির ছাত্রকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রাশেদকে (২৩) গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছেন তাঁর বাবা।
আজ বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রাশেদের বাবা তালা উপজেলার সাতপাখিয়া গ্রামের বাসিন্দা আব্বাস গাজী ছেলের সন্ধান দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্বাস গাজী বলেন, ‘গরিব কৃষক হয়েও অনেক কষ্টে আমি দুই ছেলে ও এক মেয়েকে লেখাপড়া করাচ্ছি। বড় ছেলে রাশেদ (২৩) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের ছাত্র। সে যশোরের কদমতলা পাঠশালা কোচিং সেন্টারের মেসে থাকত।’
আব্বাস গাজী বলেন, গত ২১ জুন মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাশেদকে তাঁর ল্যাপটপসহ একটি গাড়িতে করে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। রাশেদের বন্ধুদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে খোঁজখবর নিয়ে গত নয় দিনেও ছেলের সন্ধান পায়নি স্বজনরা।
এ ঘটনায় আব্বাস গাজী গত ২৫ জুন যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই সঙ্গে রাশেদের সন্ধান দাবিতে র্যাব-৬, সিপিসি-০৩ ক্যাম্পের উপপরিচালকের কাছে লিখিত অভিযোগও করেছেন। কিন্তু রাশেদের কোনো খোঁজ আজও মেলেনি।
সংবাদ সম্মেলনে আব্বাস গাজী আরো বলেন, রাশেদ কোনো রাজনৈতিক দল বা রাষ্ট্রদ্রোহী কাজে কখনই জড়িত ছিল না। তাঁর খোঁজ না পাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছেন এবং রাশেদের মা কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়েছেন।
সংবাদ সম্মেলনে আব্বাস গাজী ছেলের সন্ধানের দাবিতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন