যশোরে নির্বাচনী সংঘর্ষে ৫০ জন আহত

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষে ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১০ জনকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জিয়ালতলা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এছাড়া সংঘর্ষ চলাকালে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগসহ মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
জানা গেছে, উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান খান এ কামাল নৌকা প্রতীক পেয়েছেন। একই দলের বিদ্রোহী প্রার্থী আছেন আবু জাফর মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আব্দুল লতিফ। মঙ্গলবার বিকালে চেয়ারম্যান প্রার্থী খান এ কামালের সমর্থনে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে জিয়ালতলা নামক স্থান অতিক্রম করার সময় বিদ্রোহী প্রার্থী আবু জাফর মেম্বারের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের ৫০ জন আহত হয়। পরে খবর পেয়ে আমতলা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে খান এ কামাল বলেন, বিদ্রোহী প্রার্থী আবু জাফর মেম্বারের সমর্থকরা হামলা চালিয়ে তার সমর্থকদের কুপিয়ে পিটিয়ে জখম করেছে এবং অফিস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে।
আবু জাফর মেম্বার বলেন, খান এ কামালের সমর্থকরা তার কর্মীর ওপর প্রথমে হামলা চালালে এ ঘটনা ঘটে। তবে নির্বাচনী অফিসে তার কোন কর্মী সমর্থক হামলা করেনি।
এ ব্যপারে আমতলা ক্যাম্পের আইসি সিরাজুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন

শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন