যশোরে পিকনিকের বাস উল্টে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৪
যশোরের চৌগাছায় স্কুলের পিকনিকের বাস উল্টে শিক্ষক-শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার চৌগাছা-পুড়াপাড়া সড়কের দানবাক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌগাছার রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, একই স্কুলের ছাত্রী সুমাইয়া ও সাথী এবং বাসের হেলপার চৌগাছা শহরের মাঠপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মিলন।
চৌগাছার রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হবিবর রহমান বলেন, ‘আমার স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও কয়েকজন অভিভাবক দুটি বাসে দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিক করতে যাচ্ছিলেন। চৌগাছা-পুড়াপাড়া সড়কের দানবাক্স এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে কমপক্ষে ২৫ জন আহত হন। আহত ব্যক্তিদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে স্কুলের শিক্ষক জহুরুল ইসলাম, ছাত্রী সুমাইয়া ও সাথী এবং বাসটির হেলপার মিলন মারা যান।’
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান বলেন, রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ছয়জনকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন