যশোরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালক নিহত

যশোরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আসাদুজ্জামান (৩২) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের তিনজনসহ মাইক্রোবাসের চার যাত্রী।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের যশোর সদরের রজনীগন্ধা তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া বাঁশতলা এলাকার সেকেন্দার আলীর ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন- মণিরামপুর উপজেলার শ্যামপুর গ্রামের জিয়াউর রহমান (৩৫) ও তার স্ত্রী সোনিয়া খাতুন (৩০) এবং এই দম্পতির সন্তান তাসিম (৩) ও কেশবপুরের ভালুকঘর গ্রামের আব্দুল মালেকের ছেলে শামীম হোসেন (২৭)। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস আলী জানান, সকালে যশোর-মাগুরা মহাসড়কের রজনীগন্ধা তেলপাম্পের সামনে যশোরগামী প্রাইভেটকারের সঙ্গে মাগুরাগামী একটি বাসের সংষর্ঘ হয়। এতে প্রাইভেটকারের চালক আসাদুজ্জামান গুরুতর আহত হন। এ সময় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন

শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন