মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যশোরে যৌনপল্লীতে পুলিশের চাঁদাবাজি

জেলার মাড়োয়ারি মন্দির-সংলগ্ন যৌনপল্লীর বাসিন্দারা এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। তাদের অভিযোগ, সদর ফাঁড়ির ইনচার্জ টিএসআই রফিকুল ইসলামের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন যৌনপল্লীর বাসিন্দারা। আলোচিত এই পুলিশ কর্মকর্তা ঝিনাইদহে বদলি হয়েও যশোর সদর ফাঁড়িতে খবরদারি করছেন বলে তাদের অভিযোগ।

সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন যশোর শহরের মাড়োয়ারি মন্দির-সংলগ্ন যৌনপল্লীর বাসিন্দারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন যৌনকর্মী পারভীন।

বক্তব্যে বলা হয়, ‘আমরা দেহপসারিণী, যৌনকর্মী। আমাদের তো আপনারা ঘৃণার চোখে দেখেন। কিন্তু আমাদের কষ্টের টাকা নিয়ে যখন একজন দারোগা পকেটস্থ করেন তখন কি তার বিবেক একটু নাড়া দেয় না? আমরা অন্ধ গলির বাসিন্দা বলেই কি আমাদের ওপর এতো অত্যাচার, অনাচার? তাহলে আমরা যাব কোথায়?’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘দারোগা রফিক সদর ফাঁড়িতে থাকাকালে কোনো নতুন মেয়ে যৌনপল্লীতে এলে তাকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা দিতে হতো। এছাড়া যৌনপল্লীর প্রত্যেক গলি থেকে তিনি ৫০ হাজার টাকা করে আদায় করতেন। রফিকের আগে সদর ফাঁড়ির কোনো দারোগা এভাবে জোর-জুলুম করে যৌনকর্মীদের কাছ থেকে টাকা আদায় করেননি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যৌনকর্মীদের সংগঠন ‘শক্তি’র সভানেত্রী নূরজাহান রানুসহ ১৩ জন। তারা পুলিশ কর্মকর্তা রফিকের বিচার দাবি করেন। যৌনপল্লীর বাসিন্দারা সংবাদ সম্মেলন করছেন বলে খবর পেয়ে প্রেসক্লাবে আসেন কোতয়ালী থানার ওসি শিকদার আককাছ আলী।

তার দাবি, প্রেসক্লাব সভাপতির কাছে কাজ থাকায় তিনি সেখানে গিয়েছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী বলেন, ‘যৌনকর্মীরা আমার কাছেও কিছু অভিযোগ করেছেন। আমি তার জবাব দিয়েছি।’

তিনি বলেন, ‘যৌনকর্মীদের সংবাদ সম্মেলনের বক্তব্য মিডিয়ায় এলে তা কাটিং করে সংশ্লিষ্ট জায়গায় পাঠানো হবে। পরে তদন্ত করে দেখা হবে অভিযোগ ঠিক কি না।’ প্রসঙ্গত, যশোর সদর ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম চাকরি জীবনের বেশিরভাগ সময় একই স্থানে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন পর সম্প্রতি তাকে ঝিনাইদহে বদলি করা হয়। কিন্তু কয়েকদিনের মধ্যে তিনি ফের যশোর ফেরার ব্যবস্থা করেছেন।

জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক টিএসআই রফিকের যশোর প্রত্যাবর্তনের অর্ডার ইস্যু হয়েছে বলে নিশ্চিত করেন। তবে তিনি জানান, এ দফায় রফিক এখনও যশোরে যোগদান করেননি। সংবাদ সম্মেলনে যৌনকর্মীদের উত্থাপিত অভিযোগের ব্যাপারে জানতে চাইলে এডিশনাল এসপি বলেন, ‘আমি খুলনা রয়েছি। অভিযোগের বিষয়ে আমার জানা নেই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো

সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের

ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন

  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত