যানজটের যাঁতাকলে অসহায় রাজধানী!
সকাল আর শেষ বিকেলের অপ্রত্যাশিত যানজটের যাঁতাকলে অসহায় হয়ে পড়েছে রাজধানী ঢাকা। যার একমাত্র ভুক্তভোগী কর্মজীবী মানুষ। অনেকেই প্রতিদিনের এই যানজটকে নগরীর অভিশাপ মনে করেন। বাধ ভাঙ্গা ধৈর্য কেও যেন হার মানায় চিরায়ত এই যানজটের যন্ত্রণা। আর যে কারণেই নগরবাসীর আরেকটি ভয়ের নাম ‘যানজট’।
মঙ্গলবার শেষ বিকেলটাও এর ব্যত্বয় হয়নি। অফিস ফেরা মানুষগুলোর কাধে চেপে বসেছে তীব্র যানজট নামক দৃশ্যমান ভয়। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট, মতিঝিল, পল্টন, শাহবাগসহ বেশ কয়েকটি সড়কে দেখা যায় তীব্র যানজট। সড়কের দুই পাশেই যানবাহনের স্থির চিত্র দেখা যায়। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত ট্রাফিক জ্যাম’এ আটকে থাকার অভিযোগও পাওয়া যায় যাত্রীদের কাছ থেকে।
পল্টন ট্রাফিক সিগন্যালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহরাব বলেন, ‘বিকেলে হালকা বৃষ্টি হয়েছে। যে কারণে যানজট একটু বেড়ে যায়’। আর বিকেলের দিকে এমনিতেই যানজট থাকে বলেও জানান তিনি।
এদিকে নগরবাসীর প্রত্যাশা নগরীরর দুঃখ এই যানজট স্থায়ী নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সরকার। অন্যথায় তাদের লাগামহীন দুর্ভোগ হতাশার চাদরেই ডাকা পড়ে থাকবে। অপরদিকে যোগাযোগ বিশ্লেষকরাও মনে করেন এই যানজটের কারণে নাগরিক দুর্ভোগের পাশাপাশি রাষ্ট্র হারাচ্ছে কর্মঘন্টা।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন