” যারা মানুষ হত্যা করে তাদেরকে কেউ ভোট দিবে না”

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির ভরাডুবি ঘটবে বলে মন্তব্য রেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। তিনি বলেছেন, ‘যারা মানুষ হত্যার রাজনীতির সাথে জড়িত তাদের মানুষ কখনো ভোট দিতে পারে না।’
জেলার ভাংগা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল সমাবেশে কাজী জাফরউল্লাহ এসব কথা বলেন। সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
কাজী জাফরউল্লাহ বলেন, ‘নৌকা প্রতীকপ্রাপ্ত প্রার্থীদের জয়লাভ জন্য সব নেতা-কর্মীদের একসাথে কাজ করতে হবে। এ সময় দলীয় প্রার্থীর বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে আজীবন বহিষ্কারের ঘোষণা দেন তিনি।
সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ নেতারা ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর কঠোর সমালোচনা করে বলেন, ‘আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে হারাতে এমপি নানা ছক আঁকছেন। এটি তাকে করতে দেওয়া হবে না। প্রয়োজনে তাকে ভাংগায় অবাঞ্ছিত করা হবে।’
ভাংগা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ভাংগা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ইউপি চেয়ারম্যান মীল আশরাফ আলী, জাহাঙ্গীর আলম, এস এম শাহাবুর হোসেন, কাউসার প্রমুখ।
সমাবেশে জাহাঙ্গীর আলম বিপুলসংখ্যক কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন