যুবককে পিটিয়ে খুন, তিন পক্ষের তিন দাবি
নরসিংদীর রায়পুর উপজেলায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ সময় আহত আরো একজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মোহন মিয়া (২৫) উপজেলার পাড়াতলী গ্রামের জজ মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। আজ শুক্রবার বিকেলে তাঁর লাশ দাফন করা হয়েছে। আহত আক্তার মিয়া (২২) একই গ্রামের বাসিন্দা।
গত বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার সকালে আহতদের পুলিশে দেওয়া হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধির ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
নিহত মোহনের ভাই কিরণ মিয়া অভিযোগ করেন, মোহন মিয়ার সঙ্গে সম্প্রতি বন্ধুত্ব হয় শ্রীনগর গ্রামের জসীম উদ্দিনের। বুধবার রাতে জসিম পাড়াতলী থেকে মোহন মিয়া তাঁর তিন বন্ধু আক্তার মিয়া, মস্তু ও তোফাজ্জলকে দাওয়াত দিয়ে তাঁদের বাড়িতে নিয়ে আসেন।
খাওয়াদাওয়ার পর রাত ২টার দিকে হঠাৎ জসিমের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মোহন মিয়া ও তাঁর বন্ধুদের ওপর হামলা চালান। এ সময় দুজন পালিয়ে যান। মোহন ও আক্তারকে ধরে হামলাকারীরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে রাতভর নির্যাতন করে। পরদিন বৃহস্পতিবার সকালে তাঁদেরকে আহত অবস্থায় ‘চোর’ অ্যাখ্যা দিয়ে পুলিশে তুলে দেয় বলে জানান কিরণ মিয়া।
পুলিশ আহতদের প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসক মোহন মিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার বিকেলে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘নিহত ও আহত দুজনের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। জসিম পুলিশকে জানিয়েছেন, এ দুজন তাঁদের বাড়িতে চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে গণপিটুনির শিকার হয়। বৃহস্পতিবার সকালে আমাদের হাতে তুলে দেওয়া হয়। তবে নিহতের পরিবারের দাবি ভিন্ন। পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি জানান, ‘শ্রীনগর গ্রামে প্রভাবশালীদের ছত্রছায়ায় নিয়মিত জুয়ার আসর বসে। রাতে জুয়ার আসর থেকে টাকা জিতে যাওয়ার সময় তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নরসিংদীর লটকন দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে
নরসিংদীর শিবপুর উপজেলায় এ বছর ১৬ শতক হেক্টরে লটকন চাষবিস্তারিত পড়ুন
নরসিংদীতে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষ, ওসিসহ নিহত ২
নরসিংদীতে ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে হাইওয়ে থানার ওসিসহবিস্তারিত পড়ুন
ছাগল নিয়ে ঝগড়ায় ঘুষিতে প্রতিবেশীর মৃত্যু
ছাগল নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ঘুষিতে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন