যেখানে সবার উপরে জিদান
জিনেদিন জিদানের অধীনে লা লিগায় ১০০তম গোল করেছে রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে দলের অধিনায়ক সার্জিও রামোসের করা মহামূল্যবান গোলটিই ছিল ফরাসি কোচের অধীনে শততম গোল। তার অধীনে লিগে মাত্র ৩৪ ম্যাচ খেলেই গোলের সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন বেল-রোনালদোরা।
স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ২২তম কোচ হিসেবে এই কীর্তি গড়লেন জিনেদিন জিদান। তবে গোল গড়ে সকলকেই ছাড়িয়ে গেছেন তিনি। লা লিগায় প্রতি ম্যাচে করা তার গোল গড় ২.৯৪। গড় হিসেবে তার কাছাকাছি আছেন কেবল কার্লোস আনচেলত্তি। তার অধীনে ৭৬ ম্যাচে ২২২ গোল করেছিল রিয়াল মাদ্রিদ। যার গড় ছিল ২.৯২।
চলতি বছরের জানুয়ারীতে রিয়াল মাদ্রিদের সিনিয়র দলের কোচ হিসেবে যোগ দেন জিদান। লা লিগায় তাকে প্রথম গোলটি উপহার দিয়েছিলেন তারই স্বদেশী তারকা করিম বেনজেমা। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে করা সেই গোলটিই ছিল জিদানের অভিষেক গোল। পরবর্তীতে গেটাফের বিপক্ষে ম্যাচে জিদানকে ৫০তম গোলটি উপহার দেন কলম্বিয়ান স্ট্রাইকার জেমস রদ্রিগেজ। আর শততম গোলটি পান সার্জিও রামোসের মাথায়। অধিনায়কের গোলে! তাও আবার এল ক্লাসিকোতে। ফরাসি কিংবদন্তি নিঃসন্দেহেই নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারেন।
খেলোয়াড়ী জীবনের সোনালী সময় পার করেছেন এই রিয়ালেই। স্পেনের জায়ান্ট ক্লাবটিতে প্রায় অর্ধযুগ থেকে ১৫৫ ম্যাচ খেলে করেছেন ৩৭ গোল। লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অসাধারণ সব মুহূর্তও রয়েছে তার। সেই ফরাসি কিংবদন্তিই এখন রিয়ালের কোচ। তার আলোতেই বিশ্বকে অবাক করে গত মৌসুমে ইউরোপ সেরার মুকুট পড়ে রিয়াল। অসাধারণ সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন জিজু। শুধু চ্যাম্পিয়ন্সি লিগ নয় এবার লা লিগাতের দুর্দান্ত গতিতে ছুটছে জিদানের রিয়াল মাদ্রিদ।
সদ্য সমাপ্ত এল ক্লাসিকোতে শেষ মুহূর্তে গোল করে দলকে নাটকীয় এক ড্র এনে দিয়েছেন সার্জিও রামোস। আর তাতেই চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান রয়ে যায় লস ব্ল্যাঙ্কোসদের। পারফরম্যান্সের এই ধারাবাহিকতা যদি জিদানের শিষ্যরা ধরে রাখতে পারেন, তাহলে লা লিগার শিরোপা পূনরুদ্ধার করাটা কেবলই সময়ের ব্যাপার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন