সোমবার, মে ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

রাজশাহী কিংসের অদ্ভুত উদযাপন!

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা একটু অন্যরকম। মাঠ মাতিয়ে রাখা, মজা করা বা অন্যরকম উদযাপন করেন তারা। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দেখা গেল তেমন কিছু। বিপিএলের দল রাজশাহী কিংসের হয়ে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। এখানেও তিনি অধিনায়কের দায়িত্বেই আছেন।

অধিনায়ক স্যামি অদৃশ্য ক্যামেরায় সবার ছবি তুলে দিচ্ছেন। 

ব্যাটে-বলে পারফরম্যান্সের পাশাপাশি মাঠে নিজের সাফল্য উদযাপনে ভিন্নতা দেখিয়েছেন স্যামি ও তার স্বদেশি কেসরিক উইলিয়ামস আর তাদের সাথে সেই মজার উদযাপনে যোগ দিয়েছেন মিরাজরা-সাব্বির-সোহানরা।

সবাই মিলে ছবি তুলছে উইলিয়ামসের। 

আগের ম্যাচগুলোতে মাঝে মাঝে দেখা গেলেও মঙ্গলবার চিটাগং ভাইকিংসের বিপক্ষ ম্যাচে পুরোটা জুড়েই ছিল এই অদ্ভুত উদযাপন। বোলিংয়ে চিটাগং ভাইকিংসের প্রতিটি উইকেট পাওয়ার পরপরই সেলফি উৎসব করেছে রাজশাহী কিংসের ক্রিকেটাররা। তবে মজার ব্যাপার হচ্ছে তাদের হাতে ছিল না কোনো ক্যামেরা বা মোবাইল ফোন। কিন্তু তাদের সেলফি তোলার অভিনয় মুগ্ধ করেছে সবাইকে।

সেলফি তোলায় ব্যস্ত স্যামি-উইলিয়ামসরা। 

কখনো ড্যারেন স্যামি সবার আগে, আবার কখনো উইলিয়ামস। আবার কখনো উইকেট পাওয়া বোলারকে সামনে রেখে সেলফি উদযাপান রাজশাহীর ক্রিকেটাররা। শুধু সেলফি নয়, কখনো কখনো ছবিও তুলেছেন তারা তবে সবই অদৃশ্য ক্যামেরায়। একবারতো দলের সবাই অংশ নিল এই কাল্পনিক সেলফিতে। ম্যাচ শেষে অবশ্য নিজেদের উদযাপন নিয়ে সংবাদ সম্মেলনে রহস্য ভাঙলেন স্যামি।

সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের ইন্সটাগ্রাম কিংবা ফেসবুকে দেখবেন আমরা সব সময় আমাদের ছবি পোস্ট করি। যদি সেখানে ছবি পোস্ট করতে পারি তাহলে এখানে কেন নয়! ক্রিকেটে আমরা এ উদযাপনটা নিয়ে এসেছি, সেই পরিবেশ তৈরি করেছি। আমরা টুর্নামেন্টের একটা পর্যায়ে পিছিয়ে ছিলাম। সেখান থেকে দলকে এখানে নিয়ে আসতে টিম স্পিরিটের দরকার ছিল। একবার ভাবুন এখানে ছবি তুলতে আমাদের কতটুকু ভালো লাগছে!’

দলের সবাই সেলফি তুলছে। 

মঙ্গলবার তামিম ইকবালের দলকে তিন উইকেটে হারালেও এখনও ফাইনাল নিশ্চিত হয়নি স্যামিদের। তার জন্য পেরোতে হবে খুলনা টাইটান্স বাধা। দ্বিতীয় প্লে’অফে জয় পেলেই কেবল তাদের ফাইনাল খেলা নিশ্চিত হবে। এলিমিনেটর ম্যাচের মতো দ্বিতীয় প্লে’অফেও জয় পেতে স্যামি আত্মবিশ্বাসী।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকবিস্তারিত পড়ুন

নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছাছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদেরবিস্তারিত পড়ুন

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্রে অনুষ্ঠেয়  আইসিসি পুরুষ টি-টোয়েন্টিবিস্তারিত পড়ুন

  • তাসকিন যাচ্ছেন যুক্তরাষ্ট্র
  • দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা
  • মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি
  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই