যেভাবে আবারও বিশ্ব সেরা অলরাউন্ডার হলেন সাকিব!

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগে থেকেই শীর্ষে ছিলেন। এবার টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও সবার ওপরে সাকিব আল হাসান।
মূলত বেঙ্গালুরু টেস্টের পর শীর্ষস্থান হারিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সেটাই আবার সাকিবকে তিন ফরম্যাটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের চূড়ায় তুলে দিয়েছে।
মঙ্গলবার শেষ হওয়া বেঙ্গালুরু টেস্টের শেষ ইনিংসে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। কিন্তু সিরিজে ব্যাট হাতে চার ইনিংসের একটিতেও দুই অঙ্ক ছুঁতে পারেননি, রান মোটে ২০। তাই শীর্ষস্থান হারাতে হলো তাকে।
অশ্বিনের রেটিং পয়েন্ট এখন ৪৩৪। আর সাকিবের রেটিং পয়েন্ট ৪৪১। সেরা পাঁচে আর কোনো পরিবর্তন হয়নি। তিন, চার ও পাঁচে আছেন যথাক্রমে রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক ও বেন স্টোকস।
আইসিসির সর্বশেষ র্যাংকিং অনুযায়ী, সাকিব টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষ অলরাউন্ডার হয়েছেন। অবশ্য এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেরা ছিলেন তিনি।
চলমান গল টেস্টের প্রথম ইনিংসে বলহাতে খুব একটা ভালো করতে পারেননি সাকিব, ৩২ ওভার বল করে মাত্র এক উইকেট পেয়েছেন, ৪৭ টেস্ট, ১৬৬ ওয়ানডে ও ৫৭ টি-টোয়েন্টি খেলা বাঁহাতি অলরাউন্ডার।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন